অর্ণব আইচ: নকল সোনায় জালিয়াতির জাল সারা দেশজুড়ে। নকল সোনাকে আসল বলে দাবি করে কলকাতা ও এই রাজ্য-সহ সারা দেশেই জাল পেতেছে জালিয়াতরা। এবার রাজস্থানের ভরতপুরে জালিয়াতদের এই জাল সোনা তৈরির ‘হাব’-এর সন্ধান পেল কলকাতা পুলিশ। সেখানে একের পর এক কারখানায় তৈরি হচ্ছে নকল সোনার গয়না। আর সারা দেশজুড়ে সেই নকল সোনার গয়না বন্ধক দিয়ে ঋণের টাকা হাতানোর ছক কষছে জালিয়াতদের গ্যাং। এবার ভরতপুরে হানা দিয়ে এই ‘নকল সোনার গয়না জালিয়াত’ গ্যাংয়ের এক মাথা ধরম সিংকে গ্রেপ্তার করলেন কলকাতা পুলিশের আধিকারিকরাই।
যদিও পুলিশের সূত্র জানিয়েছে, রাজস্থানের ভরতপুরে তল্লাশি চালাতে গিয়ে পদে পদে বাধা পেতে হয় পর্ণশ্রী থানার আধিকারিকদের। ভরতপুরের পুলিশ তাঁদের সহযোগিতাও করেনি। উল্টে তাঁদের জানানো হয় যে, রাতে যেন কলকাতা পুলিশের আধিকারিকরা ভরতপুরের গ্রামগুলিতে জালিয়াতদের সন্ধানে হানা না দেন। তাতে তাঁদের বিপদ বাড়বে। ভরতপুর জায়গাটি রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের সীমান্তবর্তী এলাকায়। ভরতপুরের প্রায় সাড়ে ৫০০ কিলোমিটার দূরেই চম্বলঘাঁটি। সেই সুযোগ নিয়ে পুলিশের চোখে ধুলো দিতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পালিয়ে যায় জালিয়াতরা।
পুলিশের সূত্র জানিয়েছে, পর্ণশ্রীতে এই নকল সোনা জমা দিয়ে মোটা টাকা ঋণ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গণধোলাইয়ে খুন হয়েছে জালিয়াতিরই এক অভিযুক্ত। অন্য একজনকে পিটিয়ে খুনের চেষ্টা করা হয়। এই ঘটনায় ১১ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোনার দোকানের পক্ষ থেকেও ওই জালিয়াতদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানানো হয়। নকল সোনার বদলে ঋণের ১১ লক্ষ টাকা হাতানোর অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয় আহত দীপক সিং। তাকে জেরা করেই ভরতপুরের ‘নকল সোনার জালিয়াত গ্যাং’-এর হদিশ পান পর্ণশ্রী থানার আধিকারিকরা। তাঁরা জানতে পারেন যে, এর আগেও বহুবার কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় হানা দিয়েছে তারা।
ভরতপুরের বিভিন্ন জায়গায় গজিয়ে উঠেছে নকল সোনার গয়নার কারখানা। যে ধাতু মিশিয়ে ওই নকল গয়না তৈরি হয়, তা আসল সোনার চেয়ে হালকা নয়। সাধারণ চোখে অথবা যথেষ্ট পরীক্ষা না করে সেটি আসল নাকি নকল, তা বোঝা মুশকিল। সেই সুবিধা নিয়েই জালিয়াতরা সেই নকল গয়না নিয়ে দোকানে যায়। কিছু ক্ষেত্রে তারা বিক্রির চেষ্টা করে। তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা সেই নকল সোনা বন্ধক দিয়েই ঋণের নামে মোটা টাকা হাতিয়ে নেয়। এই খবরের ভিত্তিতেই পুলিশ কলকাতা থেকে ভরতপুরে গিয়ে হানা দেয়। সেখানেই ওই জালিয়াত গ্যাংয়ের মাথাদের ধরতে চলে পুলিশের তল্লাশি।
কিন্তু কলকাতা পুলিশ আসার খবর পেয়েই মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের দিকে পালিয়ে যায় তারা। শেষপর্যন্ত নকল সোনার গয়নার ক্রেতার ছদ্মবেশ ধরেন পুলিশ আধিকারিকরা। সেই ফাঁদেই ধরা দেয় জালিয়াতি গ্যাংয়ের এক মাথা ধরম সিং। তাকে রাস্তা থেকেই গ্রেপ্তার করেন পুলিশ আধিকারিকরা। তার কাছ থেকে বেশ কিছু নকল গয়না উদ্ধার করা হয়। ধরম সিংকে কলকাতায় নিয়ে আসার পর তাকে টানা জেরা করা হচ্ছে। তাকে জেরা করে গ্যাংয়ের বেশ কয়েকজন মাথার নাম জানা গিয়েছে। তাদের সন্ধান পেতে ফের ভরতপুরে গিয়ে তল্লাশি চালানো হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
