shono
Advertisement

Breaking News

Dengue Update: ডেঙ্গু আক্রান্ত কলকাতার নগরপাল, পুজোর মুখে ঊর্ধ্বমুখী সংক্রমণ বাড়াচ্ছে উদ্বেগ

ডেঙ্গুর বাড়বাড়ন্তে ছুটি বাতিল স্বাস্থ্য বিভাগের।
Posted: 09:33 AM Sep 15, 2022Updated: 09:38 AM Sep 15, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর মুখে শহরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু (Dengue)। এবার আক্রান্ত কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি তিনি। চিকিৎসকরা জানান, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

Advertisement

সূত্রের খবর, দিনকয়েক ধরে জ্বরে ভুগছিলেন বিনীত গোয়েল (Vineet Goyal)। উপসর্গও ডেঙ্গুর মতো তা খেয়াল করেন চিকিৎসকরা। রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দেন তাঁরা। সেই অনুযায়ী রক্ত পরীক্ষা করান নগরপাল। রিপোর্ট হাতে আসার পরই জানা যায় সত্যিই ডেঙ্গু আক্রান্ত বিনীত গোয়েল। এক মুহূর্ত সময় না নষ্ট করে বুধবার সকালেই তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, কলকাতা পুলিশের নগরপালের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

[আরও পড়ুন: বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন লাগায় নিশীথের অনুগামী, ভাইরাল ভিডিও]

২০১৯ সালে ডেঙ্গু টু দাপট দেখিয়েছিল। এবার রাজ্যজুড়ে ডেঙ্গু থ্রি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের। তার প্রভাবে দ্রুত অবস্থার অবনতি হচ্ছে। বাড়ছে প্রাণহানিও। ইতিমধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। তাই জ্বর, বমি, মাথা ঘোরার মতো উপসর্গ দেখলেই রক্ত পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। প্রয়োজনে হাসপাতালে ভরতি হওয়ার কথাও বলছেন বিশেষজ্ঞরা। হাওড়া, বালি, শ্রীরামপুর, দক্ষিণ দমদম, কামারহাটি, বিধাননগরে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

এদিকে, কলকাতা পুরসভার স্বাস্থ‌্য দপ্তরের আধিকারিক ও কর্মীদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে। বুধবার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, ‘‘কিছু এলাকায় ডেঙ্গুর প্রকোপ রয়েছে। তাই পুজোর সময়ও পুরসভার স্বাস্থ‌্য বিভাগ খোলা থাকবে। স্বাস্থ‌্য আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আপৎকালীন বিভাগ যেমন নিকাশি, কঠিন ও বর্জ‌্য, এইসব দপ্তরও খোলা থাকছে। তর্পণের জন‌্য পুর কর্মীদের অফিস টাইমে ছাড় দেওয়া হয়েছে। সকাল ১০টার বদলে ১১.৩০ মিনিটে কর্মীরা প্রবেশ করতে পারবেন।

[আরও পড়ুন: ‘মহিলাদের অপছন্দ করেন, পুরুষ পছন্দ করেন শুভেন্দু’, বললেন অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement