shono
Advertisement

বিশেষ অ্যাপ ব্যবহার করে মার্কিনিদের প্রতারণা! কলকাতায় ভুয়ো কল সেন্টারের হদিশ, ধৃত ২

বাজেয়াপ্ত বেশ কিছু মোবাইল, ল্যাপটপ-সহ একাধিক নথিও।
Published By: Paramita PaulPosted: 05:37 PM Jan 28, 2025Updated: 05:37 PM Jan 28, 2025

অর্ণব আইচ: কলকাতায় বসে মার্কিন নাগরিকদের প্রতারণা! ভুয়ো কল সেন্টার খুলে কম্পিউটারে অ্যান্টি ভাইরাস ইনস্টল করার নামে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিত বলে অভিযোগ। পরে সেই তথ্যকে সামনে রেখে চলত টাকা হাতানোর খেলা! অভিযান চালিয়ে সেই ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস করল কলকাতা পুলিশ। ২ জনকে গ্রেপ্তার করেছে তারা। বাজেয়াপ্ত বেশ কিছু মোবাইল, ল্যাপটপ-সহ একাধিক নথিও।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে কসবা এলাকার লস্করহাটের টেগোর পার্কের একটি গেস্ট হাউসে হানা দেয় পুলিশ। দেখা যায়, ওই গেস্ট হাউসের তিনতলায় চলত ভুয়ো কল সেন্টার। মার্কিন নাগরিকদের ফোন করে কল সেন্টারের কর্মীরা নিজেদের Norton Security এবং McAfee anti-virus সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিতেন। তারপর হ্যাকিং বা ভাইরাসের হাত থেকে কম্পিউটার, ল্যাপটপের নিরাপদ করার প্রতিশ্রুতি দিয়ে হাতানো হত তথ্য। কখনও বা হাতিয়ে নেওয়া হত ব্যাঙ্কের তথ্য। আর এই গোটা কারসাজির জন্য ব্যবহার হত PortSIP UC অ্যাপ।

এদিন অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল ২৯ বছরের রাহুল কুমার এবং ২৬ বছরের আনিস হুসেন। তাদের কাছ থেকে ৬টি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, একটি রাউটার-সহ বহু নথি উদ্ধার করা হয়। কল সেন্টারের মালিক ও অন্যান্য কর্মীদের খোঁজ শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতায় বসে মার্কিন নাগরিকদের প্রতারণা!
  • ভুয়ো কল সেন্টার খুলে কম্পিউটারে অ্যান্টি ভাইরাস ইনস্টল করার নামে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিত বলে অভিযোগ।
  • পরে সেই তথ্যকে সামনে রেখে চলত টাকা হাতানোর খেলা!
Advertisement