shono
Advertisement
Kolkata police

শহরে বৃদ্ধা খুনে উদ্বিগ্ন লালবাজার, প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় বড় পদক্ষেপ

শহরের প্রত্যেকটি থানাকে নতুন যাচাইকরণ ফর্ম প্রস্তুত করার নির্দেশ।
Published By: Amit Kumar DasPosted: 11:36 PM Aug 23, 2025Updated: 11:36 PM Aug 23, 2025

অর্ণব আইচ: প্রবীণ নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে একটি নতুন যাচাইকরণ ফর্ম তৈরি করছে পুলিশ। শনিবার লালবাজারের কর্তা, কলকাতা পুলিশের প্রত্যেকটি থানা ও গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে অপরাধ সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন কমিশনার মনোজ ভর্মা। শুক্রবার দক্ষিণ কলকাতার পঞ্চসায়র এলাকায় নৃশংসভাবে খুন হয়েছেন এক বৃদ্ধা। পরিবারের বৃদ্ধ কর্তাও আহত। ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ বাড়ির আয়া ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে। এই ঘটনার জেরেই এদিন পুলিশ কমিশনার শহরের প্রত্যেকটি থানাকে নতুন যাচাইকরণ ফর্ম প্রস্তুত করার নির্দেশ দেন। প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি কঠোরভাবে অনুসরণ করতে বলেছেন তিনি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ফর্মের মাধ্যমে, প্রতিটি থানা তথ্য সংগ্রহ করবে যে, এলাকায় বসবাসকারী প্রবীণরা আয়া সেন্টার থেকে পরিষেবা নিচ্ছেন কিনা। যদি নেন, তাহলে সেই সেন্টারে গিয়ে খোঁজখবর নিতে হবে পুলিশ আধিকারিকদের। প্রত্যেক থানায় একজন করে আধিকারিকের উপর দায়িত্ব থাকবে, এলাকায় প্রবীণদের বাড়ি গিয়ে তাঁদের ওই ফর্ম দিয়ে আসার। অথবা, অনলাইনে যাতে তাঁরা এই সুবিধা নিতে পারেন তা তাদের বোঝানো হবে। কোন আয়া কতদিন ধরে কাজ করছেন, কম সময়ের জন্য আয়া কাজ করছেন কি না, তা পুলিশ জানবে।

আয়াদের সম্পূর্ণ বায়োডাটা, ছবি, পরিচয়পত্র ও অন্যান্য শনাক্তকরণের তথ্য থানার রেকর্ডে থাকবে। এছাড়াও, সময়ে সময়ে, থানা পর্যায়ে নিযুক্ত আধিকারিক খোঁজ নেবেন যে প্রবীণরা কোনও সমস্যার সম্মুখীন হচ্ছেন না। বয়স্ক নাগরিকদের নিরাপত্তার জন্য এই ব্যবস্থাটি অত্যন্ত প্রয়োজনীয় বলে অভিমত লালবাজারের।

এর পাশাপাশি সামনে পুজো। তার আগে গণেশ পুজো ও অন্য ধর্মীয় উৎসব রয়েছে। কলকাতা পুলিশ স্পষ্ট করে দিয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় যে কোনও উস্কানিমূলক পোস্ট-এর উপর যেন কড়া নজর দেওয়া হয়। সম্প্রীতির অবনতি ঘটাতে পারে, কেউ এমন কোনও পোস্ট করলে পুলিশ সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। এদিকে, চিৎপুরের একটি মামলায় গ্রেপ্তারি মেমোতে ত্রুটির কারণে অভিযুক্ত আদালত থেকে জামিন পেয়েছে। কেন ঐ ব্যক্তি জামিন পেলেন সেই ব্যাপারে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন লালবাজারের কর্তারা। সম্প্রতি অনেক মামলায় সাজা ঘোষণা হয়েছে এতে পুলিশ কর্তারা খুশি। প্রত্যেকটি মামলায় ক্ষেত্রে যাতে অপরাধীরা সাজা পায়, সেই ব্যাপারে জোর দেওয়া ও সাজা লক্ষ্য করেই যাতে তদন্ত হয়, সেই নির্দেশ দিয়েছেন লালবাজারের কর্তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রবীণ নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে একটি নতুন যাচাইকরণ ফর্ম তৈরি করছে পুলিশ।
  • কলকাতা পুলিশের প্রত্যেকটি থানা ও গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে অপরাধ সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন কমিশনার মনোজ ভর্মা।
  • প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি কঠোরভাবে অনুসরণ করতে বলেছেন পুলিশ কমিশনার।
Advertisement