সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথে নেমে হোক বা সোশাল মিডিয়ায় প্রচার, কলকাতা পুলিশ সবসময়েই এগিয়ে থাকে। প্রায়ই তাদের ফেসবুক পোস্টে নানা অভিনবত্ব চোখে পড়ে। এবার ২০২৪ সালের শেষদিনে শহরের পথে সুরক্ষার প্রচারেও অভিনব পোস্ট দেখা গেল কলকাতা পুলিশের সোশাল মিডিয়ার পাতায়। ঠিক যেন 'পার্টি'র আমন্ত্রণ! তারই আদলে জনতাকে সতর্ক করা হয়েছে এই মর্মে যে বর্ষবিদায়ের লগ্নে যতই পার্টি করুন, ন্যূনতম বিধিনিষেধ মানতেই হবে। নইলে হতে হবে পুলিশের 'অতিথি', যা মোটেই কেউ চান না।
'সেফ ড্রাইভ, সেভ লাইফ' নামে পথ নিরাপত্তায় পুলিশের যে কর্মসূচি চলে সারাবছর ধরে, তারই আওতায় এবারের বর্ষশেষের সুরক্ষার বিষয়টিকে রাখা হয়েছে। ফেসবুক পোস্টে একটি কার্ড দেওয়া হয়েছে, যা পার্টির আমন্ত্রণপত্র বলেই প্রাথমিকভাবে মনে হয়। কিন্তু একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যায়, আমন্ত্রণপত্রের আড়ালে আসলে জনগণকে সাবধান করা হয়েছে। কলকাতা পুলিশের সেই 'পার্টি'তে আসলে কারও না আসাই ভালো। নিয়ম লঙ্ঘন করলেই পুলিশের হাতে ধরা পড়তে হবে। পোস্টে স্পষ্ট উল্লেখ - কলকাতার রাস্তায় রাস্তায় টহল দেবে ট্রাফিক পুলিশ। বেপরোয়া গতিতে বা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল ভেঙে চলে যাওয়া, হেলমেট ছাড়া বাইক চালানোর মতো নিয়ম ভাঙার কাজ করলেই গ্রেপ্তারি আসন্ন।
প্রতি বছর বর্ষশেষ ও বর্ষবরণের এই সময়ে কলকাতার ভিড়ের কথা মাথায় রেখে বাড়তি নিরাপত্তা ব্য়বস্থা থাকে কলকাতা পুলিশের তরফে। এবারও তার ব্যতিক্রম হলো না। রাতের শহরে বাড়তি বাহিনী, ফ্লাইং স্কোয়াড, ওয়াচ টাওয়ার থাকবে। মোড়ে মোড়ে থাকবে টহলরত অতিরিক্ত ট্রাফিক পুলিশও। কলকাতা পুলিশ সূত্রে খবর, রাতভর প্রায় সাড়ে ৪ হাজার পুলিশ টহল দেবেন শহরের বিভিন্ন প্রান্তে। যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৎপর লালবাজার।