shono
Advertisement
Kolkata

বাড়ির ডাইনিং টেবিলে খেলতে গিয়ে পড়ে মৃত্যু খুদের! গিরিশ পার্কে অঘটন

অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।
Published By: Sayani SenPosted: 11:42 AM Jul 31, 2025Updated: 11:42 AM Jul 31, 2025

অর্ণব আইচ: আপন মনে ঘরে খেলা করছিল একরত্তি। পরিবারের অন্যান্যরা ব্যস্ত যে যার কাজে। কখন যে চেয়ার টেনে ডাইনিং টেবিলে উঠে পড়েছে শিশুকন্যা, তা কেউ খেয়াল করেননি। খেলতে খেলতে নিচে পড়ে যায় সে। কিছুক্ষণের মধ্যে সব শেষ। মৃত্যু খুদের। এই ঘটনাকে কেন্দ্র করে গিরিশ পার্কে শোকের ছায়া। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

নিহত প্রাণশী সরফ। ১ বছর ১০ মাসের শিশুকন্যার বাবা গয়নার ব্যবসা করেন। মা, বাবা-সহ পরিবারের লোকজনের সঙ্গে গিরিশ পার্কের মদন চ্যাটার্জী লেনের বাসিন্দা। পরিবারের লোকজনের দাবি, বুধবার সন্ধে সাড়ে ছ'টা নাগাদ বাড়িতে খুদের মা-সহ পরিবারের অন্যান্যরা ছিলেন। সেই সময় নিজের মতো খেলা করছিল খুদে। তার ফাঁকে সকলের অলক্ষ্যে ডাইনিং টেবিলে উঠে পড়ে। তারপর পড়ে যায়। কান্নাকাটি শুরু করে। পরিবারের লোকজন শব্দ পেয়ে দৌড়ে আসে। উদ্ধার করা হয় তাকে। তবে কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়ে খুদে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে একরত্তির।

এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে পুলিশ। পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে মৃত্যু নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে, ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোলের সন্তানের জিনিসপত্র। আর সে-ই নাকি নেই। কঠিন বাস্তব মানতে পারছেন না মা। সদ্য সন্তানহারা মায়ের যেন চোখের জল যেন বাঁধ মানছে না। শোকে পাথর শিশুকন্যার বাবা-সহ পরিবারের অন্যান্যরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাড়ির ডাইনিং টেবিলে খেলতে গিয়ে পড়ে মৃত্যু খুদের!
  • গিরিশ পার্কে অঘটন।
  • অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।
Advertisement