shono
Advertisement
Bangladesh

বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপ চান রাজ্যপাল, রাজভবনে দাবি কুণালের

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে স্মারকলিপি দেওয়া হল।
Published By: Suhrid DasPosted: 04:00 PM Dec 09, 2024Updated: 04:00 PM Dec 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল: বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ বাড়াচ্ছে উদ্বেগ। হিন্দুদের উপর লাগাতার আক্রমণও নেমে আসছে। সেই আবহে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বাংলাদেশ ইস্যুতে হস্তক্ষেপ করুন রাজ্যপাল, এই দাবিতে স্মারকলিপিও জমা দেওয়া হল।

Advertisement

বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক। হস্তক্ষেপ করুন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। সেই বক্তব্য নিয়েই সোমবার নগেন্দ্র মঠ ও বাংলা সিটিজেন্স ফোরামের সদস্যদের সঙ্গে নিয়ে রাজভবনে যান কুণাল ঘোষ। গতকাল, রবিবার সকালে সুকিয়া স্ট্রিট থেকে এই ইস্যুতে মিছিল বেরিয়েছিল। সেই মিছিলে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ-সহ অন্যান্য তৃণমূল নেতা। পরদিনই এই বিষয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেন তাঁরা।

রাজভবনে বৈঠক শেষে কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, বাংলাদেশে যে ঘটনা ঘটছে, কেন্দ্রীয় সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এটি রাজ্য সরকারের এক্তিয়ারের বাইরে। রাজ্যপালকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তিনি। বাংলাদেশের উপর যাতে চাপ তৈরি করা যায়। সেই হিসেবে রাজ্যপাল কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে বলুক। সেই কথাও বলেছেন তিনি।

রাজ্যপাল গোটা বক্তব্য শুনেছেন। এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যপাল যোগাযোগ করবেন। সেই কথা তাঁদের জানানোও হয়েছে। এমনই মন্তব্য করেছেন কুণাল। বাংলাদেশে এমন ঘটনা ঘটলে পশ্চিমবঙ্গ ও ভারতের উপর প্রভাব পড়বে। সে কথাই ফের শোনা গেল তাঁর গলায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উদ্বিগ্ন হছে।
  • আজ সোমবার ভারত-বাংলাদেশের বিদেশ সচিবের বৈঠক।
  • রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ কুণাল ঘোষের।
Advertisement