shono
Advertisement

কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের জন্য জমি অধিগ্রহণ, ৫ জেলাকে কাজ শুরুর নির্দেশ নবান্নের

৫ জেলাশাসককে দ্রুত কাজ করার নির্দেশ দিলেন মুখ্যসচিব।
Posted: 05:15 PM Dec 22, 2022Updated: 07:07 PM Dec 22, 2022

গৌতম ব্রহ্ম: ‘ভারত মালা’ প্রকল্পের আওতায় কলকাতা-বারাণসী (Kolkata-Varanasi)প্রস্তাবিত মহাসড়ক তৈরির জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল রাজ্য সরকার। সড়ক তৈরির প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। সেখানেই তিনি ৫ জেলার জেলাশাসকদের (DM) নির্দেশ দেন, সংশ্লিষ্ট এলাকায় জমি অধিগ্রহণের কাজ শুরু করতে।

Advertisement

বারাণসী ও কলকাতার মধ্যে প্রায় ৬০০ কিলোমিটারের কাছাকাছি দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে (Expressway) তৈরি হবে। তা রাজ্যের ৫ জেলার উপর দিয়ে যাবে। প্রস্তাবিত এই মহাসড়কের মাধ্যমে দুই শহরের মধ্যে দূরত্ব মাত্র ৬ ঘন্টার মধ্যে অতিক্রম করতে পারবেন যাত্রীরা। এই জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও মাটি পরীক্ষার কাজ শুরু করতে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রের খবর।

[আরও পড়ুন: SSC Scam: মিলল না জামিন, বড়দিনও জেলেই কাটবে পার্থ চট্টোপাধ্যায়-সুবীরেশ ভট্টাচার্যদের]

হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া – এই পাঁচ জেলার উপর দিয়ে মোট ২৪২ কিলোমিটার রাস্তা তৈরি হবে ‘ভারত মালা’ প্রকল্পে। এরপর ঝাড়খণ্ডে ১৮৭ কিলোমিটার রাস্তা, বিহারে ১৫৯ কিলোমিটার রাস্তা ও উত্তরপ্রদেশের ২২ কিলোমিটার রাস্তা। মোট ৬১০ কিলোমিটার রাস্তা। ২০২৭-২৮ সালের মধ্যে এই গ্রিনফিল্ড রোডের (Greenfield Road) কাজ শেষ করার কথা। মোট ৩০ হাজার কোটি টাকার প্রকল্প ‘ভারত মালা’। অন্যান্য সব রাজ্য ইতিমধ্যে জমি অধিগ্রহণ করার কাজ সেরেছে। বাংলার ক্ষেত্রেই তা বাকি ছিল। বৃহস্পতিবার সেই কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। দ্রুত জমির মাটি পরীক্ষা, চিহ্নিতকরণ-সহ একাধিক ফ্যাক্টর বিচার করে অধিগ্রহণের কাজ শুরু করতে হবে।

[আরও পড়ুন: ১৬ বছর বয়সেই মিলবে যৌনতায় সম্মতি দেওয়ার অধিকার? জল্পনার মধ্যে মুখ খুলল কেন্দ্র]

জানা গিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দিতে কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কারণে কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত সেরে ফেলতে চায় নবান্ন। বৃহস্পতিবার এই কাজ নিয়ে জেলাশাসকদের মতামত জানতে চেয়েছেন মুখ্যসচিব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement