shono
Advertisement
Pahalgam terror attack

পহেলগাঁওয়ে নিহতের পরিবারকে কোটি টাকা দিয়েছে LIC? মুখ খুলে 'ভ্রান্ত' দাবি ওড়ালেন সমীর গুহের স্ত্রী

কী কারণে এলআইসির তরফে এই প্রচার করা হয়েছিল, তা নিয়ে বিভ্রান্ত পরিবারও।
Published By: Paramita PaulPosted: 02:01 PM May 04, 2025Updated: 02:02 PM May 04, 2025

রমেন দাস: পহেলগাঁও জঙ্গি হানায় প্রাণ গিয়েছিল বেহালার বাসিন্দা সমীর গুহর। এই ঘটনার ৫ দিনের মধ্যে পরিবারের হাতে ডেথ ক্লেমের বিরাট অঙ্কের টাকা তুলে দিয়েছিল জীবন নিগম সংস্থা বা এলআইসি, এমন খবর ছড়িয়েছিল। কিন্তু সেই দাবি ভ্রান্ত বলেই জানালেন মৃতের পরিবার। কী কারণে এলআইসির তরফে এই প্রচার করা হয়েছিল, তা নিয়ে বিভ্রান্ত পরিবারও।

Advertisement

রবিবার বেহালার বাড়িতে সাংবাদিক বৈঠক করেন প্রয়াত সমীর গুহের স্ত্রী শর্বরী ও তাঁর ভাই সুব্রত ঘোষ। তিনি বলেন, "আপনারা জানেন এলআইসি থেকে টাকা দেওয়া হয়েছে বলে খবর ছড়িয়েছে। এটা পুরো ভিত্তিহীন। বলা হচ্ছে, এলআইসি তিনদিনে ১ কোটি ৭০ লক্ষ দিয়েছে কিন্তু এটা ভুল।" তাঁদের দাবি, ১০ লক্ষ ২০ হাজার টাকা পেয়েছে পরিবার। কিন্তু এখনও ৫-৬ লক্ষ টাকা বাকি রয়েছে। অভিযোগ, "আমাদের যে ক্ষতি হয়েছে তার উপর মেন্টাল হ্যারাসমেন্টও হল। দেবাশিস বাগ বলে একজন এই প্রচার করেছেন। অনেক মিডিয়া এটা বলেছে। দেবাশিস এলআইসিতেই কাজ করেন, এজেন্ট। আইনি ব্যবস্থা নেব।"

মৃতের স্ত্রী শর্বরী গুহের দাবি, "আমরা তো এটা বলিনি এই টাকার কথা। অনেকবার দেবাশিসকে কল করেছি, ধরেনি। সরশুনা ব্রাঞ্চে পলিসি ছিল না। তবু ওখান থেকে প্রচার হয়েছে।" পরিবারের প্রশ্ন, কেন এই ভুল প্রচার চলছে? আইনি পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও জঙ্গি হানায় প্রাণ গিয়েছিল বেহালার বাসিন্দা সমীর গুহর।
  • এই ঘটনার ৫ দিনের মধ্যে পরিবারের হাতে ডেথ ক্লেমের বিরাট অঙ্কের টাকা তুলে দিয়েছিল জীবন নিগম সংস্থা বা এলআইসি, এমন খবর ছড়িয়েছিল।
  • সেই দাবি ভ্রান্ত বলেই জানালেন মৃতের পরিবার।
Advertisement