shono
Advertisement
Dharmatala

ধর্মতলার বহুতল মলে বজ্রপাত! ভাঙল পিলার, অল্পের জন্য রক্ষা পথচারীদের

রবিবার, ছুটির দিন হওয়ায় খুব বেশি মানুষজন সেখানে ছিলেন না। তাই বড়সড় ক্ষতি হয়নি। অন্যদিন হলে কলকাতার এই ব্যস্ততম চত্বরে বড় বিপদ হতো বলে মনে করছেন সকলে।
Posted: 02:29 PM Apr 07, 2024Updated: 02:35 PM Apr 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে ঘনিয়েছে দুর্যোগের মেঘ। জেলায় জেলায় বৃষ্টি, বজ্রপাতের বলি হয়েছেন এখনও পর্যন্ত ৩ জন। আর বেলা বাড়তেই বড়সড় বিপত্তি খাস কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় (Dharmatala)। এক বহুতল শপিং মল, মাল্টিপ্লেক্সের বিল্ডিংয়ে বাজ পড়ে দুর্ঘটনা। ভেঙে পড়ল বহুতলের পিলার। পাথর ছিটকে গিয়ে পড়ল রাস্তায়। অল্পের জন্য রক্ষা পেলেন পথচারীরা। রবিবার, ছুটির দিন হওয়ায় খুব বেশি মানুষজন সেখানে ছিলেন না। তাই বড়সড় ক্ষতি হয়নি। অন্যদিন হলে কলকাতার (Kolkata)এই ব্যস্ততম চত্বরে বড় বিপদ হতো বলে মনে করছেন সকলে।

Advertisement

ঘড়ির কাঁটা প্রায় ১টা ছুঁইছুঁই। আচমকা বাজ পড়ার (Lightening) বীভৎস শব্দে কেঁপে ওঠে ধর্মতলা চত্বর। শব্দ কানে যায় চাঁদনি চক পর্যন্তও। কিন্তু তখনই বোঝা যায়, কতটা বিপদ হয়েছে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ধর্মতলার একটি মলের পাশ থেকে পিলার ভেঙে পাথর ছিটকে আসে রাস্তায়। মলের কর্মীরাও ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসেন। পথচলতি মানুষজন দৌড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন। তখন ঝমঝমিয়ে বৃষ্টি। নিমেষে কলকাতার ব্যস্ত রাস্তা শুনশান হয়ে যায়।

[আরও পড়ুন: দীর্ঘদিনের সাথীই ঘাতক! খাবার খাওয়াতেই মাহুতকে পিষে মারল ইসকনের ‘লক্ষ্মীপ্রিয়া’]

জানা যাচ্ছে, ওই বজ্রপাতে মলের পিলারের (Pillar) অংশ ভেঙে প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়ে। বজ্রপাতের ফলে দেওয়ালে ফাটল ধরেছে বলে খবর। ক্ষতি হয়েছে পিলারের। মলের উপরে সিমেন্টের গার্ড দেওয়া যে পিলার ছিল, সেটাও ভেঙে পড়েছে। ওই পিলার মেরামতের কাজ শুরু হয়েছে বলে খবর। তবে ঝড়বৃষ্টিতে খাস কলকাতায় এমন দুর্ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

[আরও পড়ুন: ‘দুঃখেও লিপস্টিক পরি’, ভোটপ্রচারের মাঝেও রূপচর্চা সুজাতার, দিলেন বিউটি টিপস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধর্মতলায় বহুতল মলের উপর বাজ পড়ে দুর্ঘটনা।
  • ভাঙল মলের পিলার, পাথর ছিটকে এল রাস্তায়।
  • কোনওক্রমে বড় বিপদ থেকে রক্ষা পেলেন পথচারীরা।
Advertisement