সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বণের একটি জামাই আদরের পার্বণ – জামাইষষ্ঠী। এমন দিনে শ্বশুরবাড়ির তরফে জামাইদের আদর-আপ্যায়ণের বিন্দুমাত্র ত্রুটি হয় না। বাঙালি পরিবারের এই দিনটি সত্যিই বিশেষ উৎসবের। নেতা-মন্ত্রী থেকে সেলিব্রিটি আমজনতা, সকলেই এই একটি দিনে ‘জামাই’ পরিচয়ে বসে পড়েন একাসনে। এবছর জামাইষষ্ঠীতে (Jamai Sasthi) বেশ কেতাদুরস্ত পোশাকে দেখা গেল জনপ্রিয় বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra)। এমনই তিনি অত্যন্ত ফ্যাশন সচেতন, সর্বদা রঙিন। আজকের বিশেষ দিনে তা যেন আরও বেশি করেই চোখে পড়ল। রকমারি ধুতি-পাঞ্জাবিতে ফটোশুট তো করলেনই। গান গেয়ে সকলকে জানালেন জামাইষষ্ঠীর শুভেচ্ছা।
পরনে ঘি রঙা ধুতি, সোনালি জরির কাজ করা পাঞ্জাবি, কালো সানগ্লাস। জামাইষষ্ঠীর সকালে পাড়ায় এই পোশাকেই দেখা গেল কামারহাটির জনপ্রিয় বিধায়ক (TMC MLA) মদন মিত্রকে। সেখান থেকেই তিনি জামাইষষ্ঠীর শুভেচ্ছা জানালেন। গাইলেন – ”বলি ও ননদি আর দু’মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুরজামাই এল বাড়িতে…”। এর সঙ্গেই তিনি নিজের সিগনেচার সুর ‘ও লাভলি’ মিশিয়ে দিলেন।
[আরও পড়ুন: ৭ বছরে ৩০ শিশুকে ধর্ষণ করে খুন! যুবককে প্রাণদণ্ড দিল দিল্লির আদালত]
এরপরই আবার মদন মিত্রকে দেখা গেল অন্য রূপে। রুপোলি আর কালো ধুতি-পাঞ্জাবি পরে, হাতে বিশাল বিশাল মাছ নিয়ে ফটোশুটে দেখা গেল তাঁকে। কখনও আবার ময়ূরকণ্ঠী নীল আর ক্রিমরঙা পাঞ্জাবিতে একেবারে যেন নতুন জামাই! কত না রূপ তাঁর! সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি শেয়ার করেছেন স্বয়ং মদন মিত্র। আর তাতে লাইক, শেয়ারের বন্যা। জামাইষষ্ঠীর শুভেচ্ছার পাশাপাশি তিনি উচ্চমাধ্যমিক (Higher Secondary 2023) পরীক্ষার্থীদের অভিনন্দন জানান। বলেন, ”আজ জামাইষষ্ঠীর সঙ্গে উচ্চমাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। তাঁদেরও আজ খুব আনন্দের দিন। এতদিন হয়ত টেনশনে ভাল করে খাওয়াদাওয়া হয়নি। আজ খুব আনন্দ করুক ওরা। সবাই আনন্দ করুক।”