shono
Advertisement
Mahestala

বাড়ি থেকে কিছুটা দূরে মহিলা নার্সের নিথর দেহ! রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য মহেশতলায়

আটক ১।
Published By: Paramita PaulPosted: 12:06 PM Jul 06, 2025Updated: 01:10 PM Jul 06, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: স্বামীকে খুঁজতে বেরিয়ে আর ফেরা হল না! বাড়ি থেকে কিছুটা দূরের গলি থেকে উদ্ধার হল মহিলা স্বাস্থ্যকর্মীর দেহ। এই ঘটনায় মহেশতলা থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে মৃত্যু হল মহিলার, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

মৃত ব্যক্তির নাম শিল্পী বিবি। বয়স ৩৪ বছর। তিনি পেশায় একজন নার্স। তাঁর স্বামীর অভিযোগ, কেউ তাঁর স্ত্রীকে খুন করেছে। যার বাড়ির সামনে দেহটি পড়ে থাকতে দেখা যায় সেই বাড়ির একজনকে আটক করে মহেশতলা থানায় নিয়ে আসা হয়। খুন না আত্মহত্যা, খতিয়ে দেখতে তদন্তে নেমেছে মহেশতলা থানার পুলিশ।

মহরম উপলক্ষে বাড়ি থেকে বেরিয়েছিল শিল্পী বিবিরস্বামী শেখ নাসির আলি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাঁর স্ত্রী রাত দুটো নাগাদ স্বামীর খোঁজে বেরিয়েছিলেন। এরপর রাত আড়াইটে নাগাদ নাসিরের কাছে ফোন আসে গলির মধ্যে একটি বাড়ির পিছনে তাঁর স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। এরপর মহেশতলা থানায় খবর দেওয়া হয়। মহেশতলা থানার পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর, দেহের বাইরে কোনও আঘাতের চিহ্ন নেই। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

নাসির জানান, তাঁর স্ত্রীয়ের গলায় শক্ত করে ওড়না প্যাঁচানো ছিল। জিভ বেরিয়ে গিয়েছিল। কেউ বা কারা তাকে জবরদস্তি করে খুন করেছে। কিন্তু কে বা কারা এই কাজ করেছে তা স্পষ্ট নয়।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্বামীকে খুঁজতে বেরিয়ে আর ফেরা হল না!
  • বাড়ি থেকে কিছুটা দূরের গলি থেকে উদ্ধার হল মহিলা স্বাস্থ্যকর্মীর দেহ।
  • এই ঘটনায় মহেশতলা থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement