shono
Advertisement

Anubrata Mandal: ‘খোঁজখবর রাখিস, মেয়েটা একা আছে’, অনুব্রতকন্যার দিকে নজর রাখার পরামর্শ মমতার

বোলপুরের নিচুপট্টির বাড়িতে একাই রয়েছেন অনুব্রতকন্যা।
Posted: 10:32 AM Mar 25, 2023Updated: 10:32 AM Mar 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের আগস্ট থেকে মার্চ। প্রায় সাতমাস জেলবন্দি অনুব্রত মণ্ডল। বর্তমানে তিহাড় জেলই ঠিকানা তাঁর। বোলপুরের নিচুপট্টির বাড়ি আপাতত অভিভাবকহীন। সেখানে একা দিন কাটাচ্ছেন অনু্ব্রতকন্যা। স্থানীয়দের দাবি, বাবার গ্রেপ্তারির পর থেকে কার্যত অন্তরালে সুকন্যা। তাঁকে বিশেষ দেখা যায় না। সূত্রের খবর, শুক্রবার কালীঘাটের বৈঠকে স্থানীয় নেতানেত্রীদের প্রিয় ‘কেষ্ট’র বাড়ির দিকে নজর রাখার কথা বললেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রতর মেয়েকে দেখে রাখার কথাও জানান।

Advertisement

দিল্লির তিহাড় জেলবন্দি অনুব্রতর প্রতি অপত্য স্নেহ এখনও প্রবল তা শুক্রবারের বৈঠকেই স্পষ্ট। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে বীরভূমের নেতাদের উদ্দেশে মমতা বলেন, “কেষ্ট এখন জেলে রয়েছে। তোরা ওর বাড়ির খোঁজখবর রাখিস। মেয়েটা একা আছে!” তবে এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে অনুব্রতর কথা শোনা গিয়েছিল। নেতাজি ইন্ডোরের সভায় ‘দিদি’ এ-ও বলেছিলেন, “কেষ্ট যখন জেল থেকে বেরোবে তখন ওকে বীরের সংবর্ধনা দেবে।”

[আরও পড়ুন: রাহুলের সাজা হওয়ার পরই ফিরল ৪৫ বছর পুরনো স্মৃতি, ঠাকুরমা ইন্দিরাও গিয়েছিলেন জেলে]

উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারির পর তাঁর বিপুল সম্পত্তির দিকে নজর যায় তদন্তকারীদের। নামে বেনামে অনুব্রতর পাহাড়প্রমাণ সম্পত্তির খোঁজ সামনে আসে। অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার নামেও বহু সম্পত্তির খোঁজ মিলেছে। তিনি পেশায় স্কুলশিক্ষিকা। প্রশ্ন উঠছে, একজন স্কুলশিক্ষিকা কীভাবে এত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলেন। সে সংক্রান্ত তথ্যের খোঁজে বারবার সুকন্যাকে তলব করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

[আরও পড়ুন: ‘নিয়োগ দুর্নীতির ষড়যন্ত্রে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক, শান্তনু ছাত্র’, বিস্ফোরক ইডি’র আইনজীবী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement