প্রয়াত সংবাদ প্রতিদিন-এর বিশিষ্ট সাংবাদিক সুব্রত বিশ্বাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। দিন সাতেক আগে ধরা পড়েছিল ক্যানসার। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিনের সহকর্মী-সহযোদ্ধার মৃত্যুতে শোকস্তব্ধ সংবাদ প্রতিদিন পরিবার-সহ সাংবাদিকমহল।
হাওড়ার বাসিন্দা ছিলেন সুব্রত বিশ্বাস। স্ত্রী-সন্তান নিয়ে তাঁর সংসার। কমপক্ষে ২৫ বছর আগে সংবাদ প্রতিদিন পরিবারের সদস্য হন তিনি। রেল বিটের সাংবাদিক ছিলেন। রেলের যাবতীয় তথ্য ছিল তাঁর নখদর্পণে। প্রতিমুহূর্তে নিজের জ্ঞান, যোগাযোগের মাধ্যমে সংবাদপত্রকে সমৃদ্ধ করেছেন তিনি। পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন গুরুত্বপূর্ণ খবর। সাংবাদিক হিসেবে খবর সংগ্রহে পৌঁছে যেতেন দেশের বিভিন্ন প্রান্তে। পরবর্তীতে সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর আত্মপ্রকাশের পরও একইভাবে সংবাদপত্র ও ডিজিটালের জন্য কাজ করে গিয়েছেন তিনি। যা সংস্থাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। একইভাবে তাঁর সহচর্য জুনিয়রদের অনুপ্রেরণা জুগিয়েছে।
মাস ছয়েক আগেই অবসর গ্রহণ করেন সুব্রত বিশ্বাস। তবে তা সত্ত্বেও প্রতিমুহূর্ত ডুবে থাকতেন খবরের দুনিয়ায়। ঘনিষ্টবৃত্ত সূত্রে খবর, দিন সাতেক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। নাক-মুখ থেকে রক্ত পড়ছিল। তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। পরীক্ষা করা হলে ধরা পড়ে ক্যানসার। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শুরু হয় চিকিৎসা। কিন্তু পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল। চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছিলেন না তিনি। বৃহস্পতিবার রাতে কোমায় চলে যান সুব্রত বিশ্বাস। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যু সংবাদমহলে তৈরি করে দিল অপূরণীয় শূন্যতা।
