ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: উন্নাওয়ের নির্যাতিতার দুর্ঘটনাকে হাতিয়ার করে ফের মোদিকে আক্রমণ শানালেন মমতা। তবে, এবার যেন অন্যরকম সুর। তীব্র ঝাঁজালো ভাষা নয়। খানিকটা অনুরোধের সুরেই মুখ্যমন্ত্রী তাঁর উদ্দেশে বললেন, “প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, দয়া করে দেশটার দিকে নজর দিন।” সোমবার নজরুল মঞ্চে দলের নেতা-বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন মমতা। তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে একথা বলেন মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: বড় ধাক্কা মধ্যবিত্তের, স্বল্প সঞ্চয়ে সুদ কমিয়ে চিন্তা বাড়াল এসবিআই]
রবিবারই উত্তরপ্রদেশের উন্নাওয়ে একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন এক নির্যাতিতা। তাঁকে ধর্ষণ করার অভিযোগেই এখন জেল খাটছেন উন্নাওয়ের বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনেগার। দুর্ঘটনায় ধর্ষিতা প্রাণে বেঁচে গেলেও তাঁর এক কাকিমা ও আত্মীয়ের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, রবিবার ধর্ষিতার দুর্ঘটনার আগেই এই মামলার সঙ্গে জড়িতে এক সাক্ষীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। তার আগে মৃত্যু হয়েছে ধর্ষিতার বাবার।
এই মামলার সঙ্গে যুক্ত একের পর এক ব্যক্তির ধারাবাহিক মৃত্যু হওয়ার ফলে বিরোধীদের ধারণা, হিন্দি সিনেমার ধাঁচে মামলার সাক্ষীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও এদিন তেমনই সুর শোনা গেল।
[আরও পড়ুন: সফল ‘অপারেশন কমল’, কর্ণাটকের আস্থা ভোটে জয় ইয়েদুরাপ্পার]
মুখ্যমন্ত্রী এদিন বলেন, “প্রত্যেকদিন ওরা বাংলাকে অসম্মান করছে। কিন্তু, সরকার কি জানে উত্তরপ্রদেশে কী চলছে? উত্তরপ্রদেশে কী হচ্ছে তার ধারণা সরকারের আছে? উন্নাওতে কী হল? নির্যাতিতার দুই আত্মীয়ের মৃত্যু হল। তিনি নিজেও গুরুতর আহত। এ বিষয়ে ‘হাই পাওয়ার’ তদন্তের প্রয়োজন। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, দয়া করে দেশটার দিকে নজর দিন। “
The post ‘দয়া করে দেশটার দিকে নজর দিন’, মোদিকে অনুরোধ মমতার appeared first on Sangbad Pratidin.
