সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বরচিত গানের মাধ্যমে এবার বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে নিজের লেখা গানের একটি ভিডিও পোস্ট করেন তিনি। লিখলেন, 'সবুজ বাঁচাও, সবুজ দেখাও।' শিল্পী রূপঙ্কর বাগচীর কণ্ঠে সেই গান মন কেড়েছে সকলের।
প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। ১৯৭২ সালের ৫ জুন সুইডেনে রাষ্ট্রসঙ্ঘের অনুষ্ঠান হয়েছিল পরিবেশ বিষয়ে। পরের বছর থেকে ওই তারিখটিকে স্মরণীয় করে রাখতে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day)। বিশ্বের দেড়শোর বেশি দেশে এই দিবস পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবস পালন করার ক্ষেত্রে সবচেয়ে পরিচিত প্রথাটি হল বৃক্ষরোপণ। সারা বিশ্বে যেভাবে গাছ কাটা হচ্ছে তা বিশ্ব উষ্ণায়নের মাত্রা আরও বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে তাপমাত্রাকে নিয়ন্ত্রণে আনতে গাছ রোপণের প্রয়োজনীয়তা অপরিসীম। সেই কথা মাথায় রেখেই এদিন বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা বার্তা দিয়ে সকলকে সবুজকে বাঁচানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে ভিডিও করে সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, "সবুজ বাঁচাও, সবুজ জাগাও। সবুজের মাঝে, পরিবেশ বাঁচাও।" সেই পোস্টেই মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে ভিডিওর গানটি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাঁরই লেখা ও সুর করা।
