shono
Advertisement

নাম কাটা গিয়েছে মতুয়াদের, বাংলাতেও ডিটেনশন ক্যাম্প? আধার বিতর্কে কেন্দ্রকে তুলোধোনা মমতার

রাজ্যের একাধিক জেলায় আধার বাতিলে ক্ষুব্ধ মমতা।
Posted: 03:46 PM Feb 19, 2024Updated: 05:59 PM Feb 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের মুখে বার বার CAA লাগু নিয়ে জোর সওয়াল করছেন বিজেপি নেতৃত্ব। তারই মাঝে রাজ্যের একাধিক জেলায় আধার বিভ্রাট। রাতারাতি বাতিল বহু মানুষের আধার। মমতার দাবি, বেছে বেছে সবচেয়ে বেশি মতুয়া, তফসিলি এবং সংখ্যালঘুদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। এভাবে বাংলাতেও অসমের মতো ডিটেনশন ক্যাম্প তৈরির চক্রান্ত করা হচ্ছে, রবির পর সোমবারও কেন্দ্রকে তুলোধোনা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

নবান্নে সাংবাদিক বৈঠকে মমতার প্রশ্ন, লোকসভা নির্বাচনের আগে এমন কী ঘটল যে এত আধার বাতিল করা হল? রাজ্যকে অন্ধকারে রেখে কেন আধার বাতিল? ইচ্ছেমতো সরকার গায়ের জোরে আধার বাতিল করেছে বলেই অভিযোগ মুখ্যমন্ত্রীর। পূর্ব বর্ধমানের জামালপুর, দুর্গাপুরের কাঁকসা, নদিয়া কৃষ্ণগঞ্জ, হুগলির বাসিন্দারাই মূলত গত সপ্তাহ থেকে আধার বাতিলের চিঠি পাচ্ছেন। মমতার দাবি, সবচেয়ে বেশি মতুয়া, তফসিলি ও সংখ্যালঘুদের আধার কার্ডই বাতিল করা হচ্ছে।

[আরও পড়ুন: ‘কাঞ্চন আমাকে ভালো সামলাবে’, ৫৩-র তারকা বিধায়ককে বিয়ে করেই ট্রোলের জবাব শ্রীময়ীর]

বলে রাখা ভালো, দিল্লিতে দ্বিতীয় মোদি সরকার গঠনের পরই ২০১৯ সালে এই নাগরকিত্ব সংশোধনী আইন পাশ করানো হয়েছিল। কিন্তু মাঝে বেশ কয়েকটি বছর কেটে গেলেও, সেই আইন এখনও কার্যকর হয়নি। কেন আইন এখনও কার্যকর হচ্ছে না তা নিয়ে রাজনৈতিক চর্চা যেমন হয়েছে, তেমনই আমজনতার মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে বিস্তর। CAA ইস্যুতে বাংলার রাজনৈতিক মহলেও চলছে জোর চাপানউতোর। তারই মাঝে আধার বাতিল কী কেন্দ্রের NRC চালুর পূর্বাভাস, প্রশ্ন তোলেন মমতা। অসমের মতো বাংলাতেও কি ডিটেনশন ক্যাম্প খোলার চক্রান্ত করছে কেন্দ্র, তুলোধোনা রাজ্যের প্রশাসনিক প্রধানের।

যদিও আধার বিতর্কে ইতিমধ্যে নড়েচড়ে বসেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, রাঁচির আঞ্চলিক কার্যালয়ে যান্ত্রিক ত্রুটির জেরে আধারের সমস্যা তৈরি হয়েছে। কারও আধার কার্ডই বাতিল হয়নি বলেই দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। যাঁরা আধার কার্ড বাতিলের সমস্যায় পড়েছেন তাঁদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। সোমবার রাতের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সুকান্ত। ডেডলাইনের মধ্যে আদৌ সমস্যা সমাধান হবে, আপাতত সেদিকেই তাকিয়ে ভুক্তভোগীরা। যদিও প্রয়োজনে আধারের বিকল্প কার্ড তৈরির আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকে রাজ্য সরকারের তরফে খোলা হচ্ছে পোর্টালও।

[আরও পড়ুন: সন্দেশখালি কাণ্ড: সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্যের, সংসদীয় কমিটির নোটিসে স্থগিতাদেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement