shono
Advertisement
Mamata Banerjee

আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের মহা সমাবেশ, ছাব্বিশের বার্তা দেবেন মমতা!

দলীয় সমাবেশে থাকবেন রাজ্য ও ভিন রাজ্যের পদাধিকারী-সহ দলের শীর্ষ নেতৃত্ব।
Published By: Kishore GhoshPosted: 09:20 AM Feb 27, 2025Updated: 09:53 AM Feb 27, 2025

স্টাফ রিপোর্টার : উন্মাদনা আরেকটা ২১ জুলাইয়ের থেকে কম নয়। আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে মহা সমাবেশের চেহারা নিতে চলেছে তৃণমূলের রাজ‌্য সম্মেলন। সভা শুরু হবে সকাল ১১টায়। প্রধান বক্তা তৃণমূলনেত্রী বাংলার মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। থাকবেন রাজ‌্য ও ভিন রাজ্যের পদাধিকারী-সহ দলের শীর্ষ নেতৃত্ব।

Advertisement

বুধবার রাতের মধ্যেই নেতাজি ইন্ডোর চত্বর কার্যত আমন্ত্রিত দলীয় নেতা-কর্মীদের দখলে চলে গিয়েছে। উৎসাহী কর্মীদের ভিড়ও স্বাভাবিকভাবেই অনেক বেশি। দীর্ঘদিন বাদে এমন সমাবেশের ডাক দিয়েছেন মমতা। মাত্র ৭২ ঘণ্টার নোটিসে এত বড় সমাবেশের আয়োজন। ইন্ডোরে মমতার বক্তব‌্য শোনার জন‌্য পাশের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে জায়ান্ট স্ক্রিনের ব‌্যবস্থা হয়েছে। কিন্তু বুথস্তরে আরও বড় আকারে মমতার ভাষণ সরাসরি সম্প্রচারের জন‌্য রাজ‌্যজুড়ে জায়ান্ট স্ক্রিন বসানোর উদ্যোগ নিয়েছেন নেতা-কর্মীরা। ইন্ডোরে মমতা কী বলবেন, স্বাভাবিকভাবে সেদিকেই নজর রয়েছে দলীয় নেতৃত্বের।

দলের একটা বড় অংশের দাবি, ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী। এর মধ্যে আরও একটি বিষয় চর্চায়। কিছুদিন আগেই ভূতুড়ে ভোটার নিয়ে দলকে সতর্ক করেছেন মমতা। রাজ‌্যজুড়ে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজও শুরু করে দিয়েছে তৃণমূল। মহারাষ্ট্র ও বিশেষ করে দিল্লির নির্বাচনে ভূতুড়ে ভোটার ঢুকিয়ে এভাবে বিজেপি বড় সাফল‌্য পেয়েছে বলে অভিযোগ করেছেন মুখ‌্যমন্ত্রী। বাংলায় বিজেপির সেই কারচুপি রুখতে আজ জরুরি বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী। টানা দু’দিন ধরে সভার প্রস্তুতি চলেছে। মমতার ছবি দেওয়া পোস্টার, ফেস্টুন, দলীয় পতাকায় সেজে উঠেছে ইন্ডোর।

মঙ্গলবারের পর বুধবার বিকেলেও সভার প্রস্তুতি খতিয়ে দেখেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, দলের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রমুখ। সভাস্থল থেকে আমন্ত্রণপত্র বিলিও চলছে। কুণাল এদিন বলেন, “দলের সমাবেশ থেকে আগামিদিনের জন‌্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নেতা-কর্মীদের উদ্দেশে কী বার্তা দেন সেদিকে আমরা তৃণমূল কংগ্রেস পরিবার অপেক্ষায় রয়েছি। রাজ‌্যজুড়ে নিবিড় উন্নয়ন চলছে মমতা বন্দ্যোপাধ‌্যায়ের নেতৃত্বে। সেই উন্নয়নের আওতায় আরও বেশি করে মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন নেত্রী।

দ্বিতীয়ত, বিজেপি, সিপিএম, কংগ্রেস যেভাবে কুৎসা করছে, নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে তা প্রতিহত করা। আর তিন, কেন্দ্রের নির্বাচন কমিশনের অপব‌্যবহার করে তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সেটিংয়ের মধ্যে দিয়ে নতুন মডিউল তৈরি করে মহারাষ্ট্র আর দিল্লিতে অনলাইনে ভুয়া ভোটার তৈরি করেছে কেন্দ্রীয় বিজেপি। এই চক্রান্ত বাংলার মাটিতে সফল হবে না। মমতা বন্দ্যোপাধ‌্যায় গোটা দলকে এই চক্রান্ত ব‌্যর্থ করার জন‌্য কী কী পদ্ধতিতে কাজ হবে তার সবটার দিকনির্দেশ করবেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবারের পর বুধবার বিকেলেও সভার প্রস্তুতি খতিয়ে দেখেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
  • বিজেপি, সিপিএম, কংগ্রেস যেভাবে কুৎসা করছে, নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে তা প্রতিহত করাই লক্ষ্য।
Advertisement