সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পানশালার গায়িকাকে (Bar Singer) ধর্ষণের চেষ্টা, হুমকির অভিযোগে গ্রেপ্তার করা হল ব্যান্ডমাস্টারকে। বেনিয়াপুকুর এলাকার একটি পানশালার ঘটনায় অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কসবা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলে খবর। জানা গিয়েছে, ধৃত রণবীর জন পাঞ্জাবের বাসিন্দা। বুধবার তাকে আদালতে পেশ করা হবে। এই ঘটনায় আতঙ্কিত অভিযোগকারী। পুলিশ তাঁকে আশ্বাস দিয়েছে।
বেনিয়াপুকুরের (Beniapukur) একটি পানশালায় গান গাইতেন অভিযোগকারী বছর তেত্রিশের গায়িকা। ডিসেম্বরের শেষ সপ্তাহে এক রাতে তিনি পানশালা থেকে বাড়ি ফেরার সময় লেকটাউন এলাকায় তাঁর উপর রণবীর নামে ওই যুবক চড়াও হন বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে গায়িকার দাবি, রণবীর তাঁকে যৌনতার প্রস্তাব দেন। তিনি প্রত্যাখ্যান করলে জোর করেন এবং হুমকিও দেন। রণবীর ওই পানশালার ব্যান্ডমাস্টার বলে জানান গায়িকা। সেই কারণে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এতদিন ভয়ে তিনি পুলিশের অভিযোগ জানাতে পারেননি।
[আরও পড়ুন: ‘বাকি আর ৪০০ দিন, ভোটারদের কাছে পৌঁছতে হবে’, লোকসভার দামামা বাজিয়ে দিলেন মোদি]
কিন্তু রণবীরের কাছে বারবার হুমকি পেয়ে মঙ্গলবার কসবা (Kasba) থানার পুলিশের দ্বারস্থ হন গায়িকা। রণবীরের বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। আর তার ভিত্তিতে তল্লাশি চালিয়ে কসবা এলাকা থেকেই রণবীরকে গ্রেপ্তার (Arrest) করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের অভিযোগ, জেরায় তেমন সহযোহিতা করছেন না রণবীর।
[আরও পড়ুন: চব্বিশের লোকসভা ভোটে বাংলায় ২৫ আসনে জেতার টার্গেট সুকান্তর, ভিন্ন মত দিলীপের]
জানা গিয়েছে, রণবীরের বাড়ি পাঞ্জাবে (Punjab)। কলকাতায় এসে তিনি কসবার রাজডাঙা মেন রোডে বাড়ি ভাড়া করে থাকতেন। এদিন সকালে সেই বাড়ি থেকেই রণবীরকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে মহিলার শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা, হুমকি-সহ একাধিক অপরাধমূলক ধারায় দায়ের হয়েছে মামলা। এদিন রণবীরকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ।