shono
Advertisement
Howrah

রুফটপ বার বন্ধ হতেই কমছে মাদকের চাহিদা! উদবৃত্ত গাঁজা ভিনরাজ্যে পাচারের চেষ্টায় ধৃত ১

ডায়মন্ড হারবার থেকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার পথে হাওড়ায় গাঁজা আটক করা হয়।
Published By: Paramita PaulPosted: 09:23 PM May 03, 2025Updated: 09:32 PM May 03, 2025

সুব্রত বিশ্বাস: ছাদ রেস্তোরাঁ-বার বন্ধের নির্দেশের পরই রুফ টপ পার্টিতে গাঁজার চাহিদা কমতে শুরু কমেছে! আর তাই এবার শহরে যারা এই গাঁজা জোগান দিত তারাই মাদক ভিন রাজ্যে পাঠিয়ে দিতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে শুক্রবার গভীর রাতে হাওড়া স্টেশনে গাঁজা -সহ আটক করা হয় এক যুবককে।

Advertisement

ধৃতের নাম পঙ্কজ সাহানি। ডায়মন্ড হারবার থেকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার পথে হাওড়ায় তার কাছ থেকে গাঁজা আটক করা হয়। আরপিএফের সেন্ট্রাল পোস্ট ও সিআইবির জেরায় ধৃত পঙ্কজ জানিয়েছে, সে গাঁজা বেঙ্গালুরুতে নিয়ে যাচ্ছিল। ট্রলি ব‌্যাগে প‌্যাকেট প‌্যাকেট গাঁজার উপরে সুগন্ধি চায়ের প‌্যাকেট সাজিয়ে সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল পঙ্কজ। ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সে যাওয়ার পথে তাকে ধরে আরপিএফ।

ট্রলি ব‌্যাগ থেকে চার কিলোর বেশি গাঁজা পাওয়া গিয়েছে। ধৃত পঙ্কজ জানিয়েছে, রুফ টপ পার্টিতে গাঁজার চাহিদা থাকে। এখন রুফটপ বার-রেস্তরাঁ বন্ধ হয়ে যাওয়ায় চাহিদা কমছে। তাই সেই গাঁজা ভিন রাজ্যে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল। হাবভাব সন্দেহজনক হওয়ায় তাকে গ্রেপ্তার করে আরপিএফ। আটক করা হয় গাঁজা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছাদ রেস্তোরাঁ-বার বন্ধের নির্দেশের পরই রুফ টপ পার্টিতে গাঁজার চাহিদা কমতে শুরু কমেছে!
  • আর তাই এবার শহরে যারা এই গাঁজা জোগান দিত তারাই মাদক ভিন রাজ্যে পাঠিয়ে দিতে শুরু করেছে।
  • এমন পরিস্থিতিতে শুক্রবার গভীর রাতে হাওড়া স্টেশনে গাঁজা -সহ আটক করা হয় এক যুবককে।
Advertisement