কলহার মুখোপাধ্যায়: র’-এর অধিকর্তা সেজে প্রতারণা। সেই পরিচয়েই সিপিএমের প্রাক্তন বিধায়কের মেয়েকে বিয়েও করেছিল প্রতারক। স্বামী যে ভুয়ো পরিচয়ে তাঁর সঙ্গে থাকছে, বুঝতে পেরsছিলেন তরুণী। সন্দেহ হওয়ায় নজর রাখতেও শুরু করেন। নজরে রাখতে গিয়েই প্রতারক স্বামীকে ধরলেন তরুণী। মঙ্গলবার রাতেই বরানগর এলাকা থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম দেবসরণ রায়।
[রমজান মাসে পঞ্চায়েত ভোট নয়, কমিশনের কাছে আরজি সংখ্যালঘু সম্প্রদায়ের]
জানা গিয়েছে, নামী দৈনিক সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েই সম্বন্ধের শুরু। সেখানেই পাত্রপাত্রী তরফে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। তারপর বছর দু’য়েক আগে বিয়ে। পাত্রী সিউড়ির প্রাক্তন সিপিএম বিধায়ক তপন রায়ের মেয়ে। ওই প্রাক্তন বিধায়ক এখন প্রয়াত। অন্যদিকে বিজ্ঞাপনে পাত্র দেবসরণের পরিচয় দেওয়া ছিল র’-এর ডেপুটি ইনস্পেক্টর হিসেবে। সেই মতোই দুই পরিবারের মধ্যে কথাবার্তা বলে বিয়ে ঠিক হয়। একটা সময় বিয়েও হয়ে যায়। এরপর দু’বছর ধরে সল্টলেকে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন ওই দম্পতি। দাম্পত্য শুরু হওয়ার পরেই বিভিন্ন জায়গায় তাল কাটতে থাকে। ওই গৃহবধূ লক্ষ্য করেন, তাঁর দেবসরণবাবু কিছু লুকিয়ে যাচ্ছেন। প্রায়ই দিন রাতে তিনি বাড়ি ছেড়ে কোথাও বেরিয়ে যান। জিজ্ঞাসা করেও সদুত্তর পাননি। এরপরেই স্থানীয় থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, দেবসরণ রায় আদতে শ্যামপুকুর এলাকার বাসিন্দা। তবে বরানগরের বিটি রোড লাগোয়া এলাকায় ভাড়া বাড়ি রয়েছে তাঁর নামে। অভিযোগ, তিনি বিবাহিত। একটি সন্তানও রয়েছে তাঁর। সেই বিয়ের খবর গোপনে রেখেই ফের দু’বছর আগে সিউড়ির বিধায়ক কন্যাকে বিয়ে করেন। শুধু তাই নয়, র’-এর অধিকর্তার পরিচয় আসলে ভুয়ো। তাঁর একটি গ্যারাজ রয়েছে। আয়ের উৎস ওই গ্যারাজই। মঙ্গলবার রাতে বরানগর এলাকা থেকে দেবসরণ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে জাল নথিপত্র, স্ট্যাম্প-সহ বেশ কিছু বেআইনি জিনিসপত্র। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
[গরমে গলে পড়ছেন উত্তম-সুচিত্রা! ব্যাপারটা আসলে কী?]
The post RAW-এর অধিকর্তা সেজে বিয়ে, বরানগর থেকে গ্রেপ্তার প্রতারক appeared first on Sangbad Pratidin.
