shono
Advertisement

Breaking News

শিয়রে বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলন, শহর থেকে প‌্যান্ডেলের বাঁশ খোলার ডেডলাইন দিল পুরসভা

নির্ধারিত সময়ের মধ্যে বাঁশ না খুললে বাজেয়াপ্ত হবে, জানিয়েছেন মেয়র।
Posted: 02:16 PM Nov 19, 2023Updated: 02:16 PM Nov 19, 2023

অভিরূপ দাস: হাতে আর মাত্র ৪৮ ঘন্টা সময়। তার মধ্যে দুর্গাপুজো, কালীপুজোর প‌্যান্ডেল (Pandal) না খুললে বাঁশ বাজেয়াপ্ত করবে কলকাতা পুরসভা। শিয়রে বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলন (BGBS)। এদিকে উৎসব শেষে এখনও শ্রীহীন শহর। উত্তর থেকে দক্ষিণে কালীপুজোর মণ্ডপ, ব‌্যানারের বাঁশ যত্রতত্র। এমনকী দুর্গাপুজোর (Durga Puja) বিজ্ঞাপনও খোলা হয়নি অনেক জায়গায়। শনিবার এ বিষয়ে পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। ডেডলাইন স্থির করে দিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি জানিয়েছেন, ”২১ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। তার পর অভিযানে নামবে পুরসভা। যেখানে বাঁশ থাকবে সমস্ত বাজেয়াপ্ত করা হবে। ২১ তারিখের মধ্যে সমস্ত প‌্যান্ডেল খুলে দিতে হবে।”

Advertisement

প‌্যান্ডেলের জন‌্য রাস্তার একাধিক জায়গায় গর্ত হয়ে রয়েছে। মেয়রের কথায়, ”তা মেরামত না করলে পথচারীদের পা পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। বাইক আরোহীরাও পড়ে গিয়ে বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। অনন্তকালের জন‌্য প‌্যান্ডেল রাখা যাবে না।’’ তবে প‌্যান্ডেল খুলতে হবে না জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja), ছট পুজোর কর্মকর্তাদের। তাদের ছাড় দিয়েছে পুরসভা।

[আরও পড়ুন: জনসংযোগে হাতিয়ার বিশ্বকাপ, লোক জমাতে বিভিন্ন পার্টি অফিসে ফাইনাল দেখাবে সিপিএম]

মঙ্গলবার থেকে ২ দিনের বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলন। শহরে পা রাখবেন ভিন রাজ্যের শিল্পপতিরা। রাস্তা মেরামতের (Road repairing)কাজ চলছে জোর কদমে। ইতিমধ্যে যে সমস্ত জায়গায় প‌্যান্ডেলের বাঁশ খোলা হয়েছে, সেখানে গর্ত বুজিয়ে ফেলার কাজ শুরু করেছে পুরসভা। এদিন মেয়র জানিয়েছেন, ফুটপাথের অনেক জায়গায় পেভার ব্লক সরে গিয়েছে। সেগুলো ঠিক করা হচ্ছে। শহরকে দ্রুত ঝকঝকে করতে হবে।

[আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ, মদ-মাদক-বাজি-বহিরাগতে নিষেধাজ্ঞা]

পুজোর আগে কিছু রাস্তায় চটজলদি ‘প‌্যাচওয়ার্ক’ করা হয়েছিল। দ্রুত খানাখন্দ বোজাতে সে সময় গর্ত বুজিয়েছিল পুরসভা। এবার নতুন করে শুরু হবে শহরের রাস্তার কাজ। মেয়র জানিয়েছেন, প্লাস্টিক অ‌্যাসফল্ট দিয়ে তৈরি হবে রাস্তা। নতুন করে মিস্ট ক‌্যানন নামাতে চলেছে পুরসভা। করোনার সময় এই মিস্ট ক‌্যানন দিয়ে এলাকা স‌্যানিটাইজ করা হত। মেয়র জানিয়েছেন, শীতে বাতাসের গুণগত মান খারাপ হচ্ছে। ধুলো বাড়ছে। মিস্ট ক‌্যাননের মাধ‌্যমে স্প্রে করে ধুলো কমাতে হবে। এই মুহূর্তে পুরসভার হাতে দুটো মিস্ট ক‌্যানন রয়েছে। কঠিন বর্জ‌্য ব‌্যবস্থাপনা বিভাগের ডিজিকে মেয়র নির্দেশ দিয়েছেন, মিস্ট ক‌্যাননগুলো যেন চোখে পড়ে। সারা শহরে মিস্ট ক‌্যাননের মাধ‌্যমে স্প্রে করুন। বিশেষ করে শহরের যে সমস্ত জায়গায় ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ খারাপ, সেখানে বেশি করে স্প্রে করতে হবে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement