shono
Advertisement
Kolkata Metro

রাতের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা! ব্যাহত ব্লু লাইনের পরিষেবা, ফেরার পথে ভোগান্তিতে যাত্রীরা

দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মিলছে মেট্রো পরিষেবা।
Published By: Sucheta SenguptaPosted: 10:12 PM Jan 24, 2026Updated: 10:33 PM Jan 24, 2026

রাতের শহরে ফের মেট্রো বিভ্রাট। শনিবার রাত সাড়ে নটার একটু পরই রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেন বলে মেট্রো সূত্রে খবর। যার জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হয় এবং আংশিকভাবে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। ব্লু লাইনের আপ ও ডাউন লাইনে বিক্ষিপ্তভাবে চলছে পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে ডাউন লাইনে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করছে। অন্যদিকে, আপ অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত চলছে মেট্রো। এই দুর্ঘটনার জেরে কাজ শেষে রাতে বাড়ি ফিরতে চূড়ান্ত ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।তবে রাত ১০টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়ে যায় বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, শনিবার রাত ঠিক ৯টা ৩৪। রবীন্দ্রসদন মেট্রো স্টেশন থেকে এক যাত্রী লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে বাঁচাতে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। দাঁড়িয়ে পড়ে মেট্রো। ওই ট্রেনটি থেকে সমস্ত যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। ঘোষণা করা হয়, আত্মহত্যার চেষ্টার কারণে আপাতত রবীন্দ্রসদন থেকে মেট্রো শহিদ ক্ষুদিরাম কিংবা দক্ষিণেশ্বরের দিকে যাবে না। ঘরমুখী যাত্রীরা আতান্তরে পড়েন। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সড়কপথে সকলে বাড়ি ফেরার চেষ্টা করেন। রাস্তায় ভিড় ও যানজট বাড়তে থাকে। সেইসঙ্গে রাত হওয়ায় গণপরিবহণও ক্রমশ কমে আসে। চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।

তবে ব্লু লাইনে আংশিকভাবে মেট্রো চলছিল। দক্ষিণেশ্বর থেকে ময়দান ও শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলছিল। মাঝে ময়দান থেকে উত্তম কুমার - ৬টি স্টেশনে পুরোপুরি বন্ধ ছিল পরিষেবা। মেট্রো সূত্রে খবর, ২২ মিনিট এভাবে ব্যাহত হয়েছে পরিষেবা। রাত ৯টা ৫৯ মিনিট থেকে আবার ব্লু লাইনে পুরো রুটে মেট্রো চলাচল স্বাভাবিক হয়। তবে ততক্ষণে যাত্রীরা যথেষ্ট প্রতিকূল পরিস্থিতির শিকার হয়েছেন। এমনিতেই ব্লু লাইনে ইদানিং ঘনঘন মেট্রো পরিষেবা ব্যাহত হচ্ছে। অফিসের ব্যস্ত সময় হোক কিংবা রাতে তুলনামূলক কম ভিড়ের সময় - কোনও না কোনও কারণে বারবারই থমকে যাচ্ছে পাতালরেলের চাকা আর দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement