shono
Advertisement

৭ জানুয়ারি ৭ প্রান্ত থেকে মিছিল, ব্রিগেড সমাবেশের রুট ঠিক করে দিলেন মীনাক্ষী

তহবিল সংগ্রহে স্বচ্ছতা বজায় রাখার বার্তা DYFI রাজ্য সভানেত্রীর।
Posted: 06:57 PM Jan 02, 2024Updated: 06:57 PM Jan 02, 2024

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আগামী ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশ সিপিএমের যুব সংগঠনের। প্রস্তুতি একেবারে শেষ ধাপে। মঙ্গলবার কলকাতার দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলন করে ব্রিগেডের মিছিলের রুট বলে দিলেন DYFI-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। ৭ জানুয়ারি শহরের সাত প্রান্ত থেকে মিছিল ব্রিগেডমুখী যাত্রা করবে। এই সমাবেশের জন্য চাঁদা তোলা হবে এবং স্বচ্ছতার সঙ্গে তার হিসেব রাখতে হবে। সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মীনাক্ষী। ওয়াকিবহাল মহলের মত, সিপিএম যুব নেত্রীর নিশানায় তৃণমূলের দুর্নীতি অভিযোগ। আর ব্রিগেড সমাবেশে সেই ইস্যু নিয়েই সোচ্চার হতে পারে DYFI.

Advertisement

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) ওইদিন সমাবেশের অনুমতি নিয়ে সমস্যা ছিল। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অনুমোদন নিয়ে কোনও সাড়া মেলেনি প্রথমে। তবে গত সপ্তাহে ইতিবাচক বার্তা এসেছে বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানান মীনাক্ষী। তিনি কথায়, ৭ জানুয়ারি শহরের সাত দিক থেকে মিছিল আসবে ব্রিগেডে। হাওড়া ও শিয়ালদহ থেকে দুটি বড় মিছিলের পাশাপাশি খিদিরপুর, হাজরা, সুবোধ মল্লিক স্কোয়্যার, পার্কসার্কাস, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে জমায়েত হবেন সকলে। মীনাক্ষীর কথায়, ”ঘাম ঝরিয়ে ব্রিগেডে যাবেন মানুষ, চুরির টাকা দিয়ে নয়।”

[আরও পড়ুন: গার্লফ্রেন্ডের গলায় মালা দিয়ে নতুন গান বাঁধলেন ‘বাদাম কাকু’! ফের ভাইরাল ভুবন বাদ্যকর]

তবে মীনাক্ষীর এদিনের বক্তব্যের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো, এতদিন ধরে DYFI-এর রাজ্যজুড়ে ‘ইনসাফ যাত্রা’ এবং ব্রিগেডের এই সমাবেশের হিসেব ৭ জানুয়ারি প্রকাশ্যে আনার ঘোষণা। বাম ছাত্র-যুবরা বাংলায় ‘ইনসাফ যাত্রা’ নিয়ে জেলায় জেলায় ঘোরার সময় চাঁদা সংগ্রহ করেছিল দলের কাজের জন্য। সিপিএমের এই ট্রেন্ড অবশ্য বরাবরের। আগেও বিভিন্ন পার্টি অফিসের তরফে সাধারণ মানুষজনের থেকে অনুদান নেওয়া হতো। তবে দলের যুব সম্প্রদায় প্রযুক্তিতে অনেকটাই এগিয়ে থাকা প্রজন্ম। তাই তারা নগদ টাকার বদলে কিউআর কোড  (QR Code)দিয়ে অনলাইনেও টাকা সংগ্রহ করেছে। এবার সেই সব আয়ব্যয়ের হিসেবে স্বচ্ছতা বজায় রাখার কথা বলেছেন DYFI-র সভানেত্রী।

[আরও পড়ুন: রাতবিরেতে গাড়ির ভিতর প্রেমিকার সঙ্গে ধরা পড়লেন ইব্রাহিম! ক্যামেরা দেখেই মুখ লুকোলেন সইফপুত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement