সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনি জটিলতা কাটিয়ে অবশেষে প্রতিষ্ঠা দিবসে নেতাজি ইন্ডোরে সভা করল আইএসএফ (ISF)। তবে রবিবার সেই সভায় দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawsad Siddique) বক্তব্য শুনতে যোগ দিলেন মাত্র ২০ জন! তাঁদের সঙ্গে নিয়েই বিকল্প রাজনীতি, সমাজ বদলের ডাক দিলেন নওশাদ। পাশাপাশি শাসকদলকে তাঁর চ্যালেঞ্জ, ৬ মাসের জন্য অর্থদপ্তর তাঁর হাতে ছেড়ে দেওয়া হোক। দেখিয়ে দেবেন কীভাবে চালাতে হয়। নইলে রাজনীতি ছেড়ে দেবেন।
প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়েছিল আইএসএফ। কিন্তু আদালতের অনুমতি মেলেনি। কলকাতা হাই কোর্টের নির্দেশে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা হয় রবিবার। তবে সভা তেমন জমেনি। মাত্র ২০ জন উপস্থিত ছিলেন সেখানে। তা নিয়ে অবশ্য মাথাব্যথা নেই নওশাদের। তিনি বলছেন, সবাই লাইভে যোগ দিয়েছেন। লোকসভা নির্বাচনে ফের ডায়মন্ড হারবারে লড়াইয়ের হুঙ্কার দিয়ে নওশাদ চ্যালেঞ্জ ছুঁড়লেন রাজ্যের অর্থব্যবস্থা নিয়ে। তাঁর কথায়, ”আমি মুখ্যমন্ত্রীকে বলছি, আগামী ৬ মাসের জন্য ছেড়ে দিন অর্থদপ্তর। আমাকে দায়িত্ব দিন। দেখিয়ে দেব, কীভাবে চালাতে হয়। রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেব।”
[আরও পড়ুন: কমোড লাগবেই! জেলে অদ্ভুত ‘আবদার’ শংকরের]
এদিন নওশাদের আরও বক্তব্য, ”ISF বিকল্প রাজনীতির সন্ধান করছে। আমরা বিকল্প নীতি গ্রহণ করতে চাই। ভোটের রাজনীতি করতে আসিনি। সমাজব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি। বিকল্পের কথা বলছি বলে বাধা। বারবার আটকে দেওয়ার চেষ্টা। আমাদের সভা বন্ধের জন্য কোটি কোটি খরচ হচ্ছে। কিন্তু সঠিক আইনি পরামর্শের জন্য কাজ করছে না সরকার।” চাকরিপ্রার্থীদের উদ্দেশে নওশাদের বার্তা, আর রাস্তায় পড়ে থাকবেন না। আইএসএফ পাশে রয়েছে।