shono
Advertisement
Tanmoy Bhattyacharya

নতুন বিতর্কে বামনেতা তন্ময় ভট্টাচার্য, তোপ দাগলেন নওশাদ

কী বলছে সিপিএম?
Published By: Tiyasha SarkarPosted: 02:21 PM Jan 30, 2025Updated: 02:21 PM Jan 30, 2025

স্টাফ রিপোর্টার: হজরত মহম্মদকে নিয়ে মন্তব্য করে নতুন করে বিতর্কে সিপিএমের সাসপেন্ডেড নেতা তন্ময় ভট্টাচার্য। যার জেরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নিশানায় এবার বামনেতা। শুধু তন্ময়ের সমালোচনা করেই থেমে থাকেননি নওশাদ। তিনি দাবি করেছেন, রাজ্য সিপিএমকে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। এটা আলিমুদ্দিনের উপর ফুরফুরা শরিফের পরোক্ষে চাপ তৈরির কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

সমাজমাধ্যমে নওশাদ লিখেছেন, 'অধুনা নিলম্বিত সিপিএম নেতা, প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য ইসলাম ধর্ম সম্পর্কে কিছু অবাঞ্ছিত মন্তব্য করেছেন। একটি সাক্ষাৎকারে শুনলাম মানবতার কাণ্ডারি, যুগশ্রেষ্ঠ মহাপুরুষ, বিশ্ব নবি হজরত মহম্মদ (সাঃ)-কে অপমান করার ধৃষ্টতা দেখিয়েছেন। এমনকী, কোরান এবং হাদিস নিয়েও তিনি বক্তব্য দিচ্ছেন। এই সব কুমন্তব্য ও অসার বক্তব্য উপস্থাপন করা অনুচিত। অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহার করার দাবি করছি।' এরপরই নওশাদ লিখেছেন, 'এই বিষয়ে তাঁর দল সিপিএমেরই বা অবস্থান কী?'

এ প্রসঙ্গে তন্ময়ের বক্তব্য, "আমি নওশাদ সিদ্দিকিকে মেসেজ করে জানিয়েছি, আমি যেটা জানি সেটা বলেছি। যদি কোনও ভুল থাকে সেটা আমাকে ধরিয়ে দিক। কারণ, কোথায় ভুল সেটা আমি বুঝতে পারছি না। ভুল ধরিয়ে দিলে সংশোধন করে নেব।" এদিকে, মহিলা সাংবাদিককে হেনস্তার ঘটনার পর তন্ময়ের আবার এই মন্তব্য ও নওশাদের সমালোচনা নিয়ে 'অস্বস্তিতে' সিপিএম। আইএসএফের সঙ্গে সিপিএমের সুসম্পর্ক রয়েছে। ফলে তন্ময়ের উপর ক্ষুব্ধ আলিমুদ্দিন। এ বিষয়ে সংবাদ মাধ্যমে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "উনি (তন্ময়) যা বলেছেন, ব্যক্তিগতভাবে বলেছেন। সিপিএমের  এটা কাজ নয়।" দল তন্ময়ের মন্তব্যের কোনও দায় নিতে চাইছে না তা স্পষ্ট সেলিমের বক্তব্যেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হজরত মহম্মদকে নিয়ে মন্তব্য করে নতুন করে বিতর্কে সিপিএমের সাসপেন্ডেড নেতা তন্ময় ভট্টাচার্য।
  • যার জেরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নিশানায় এবার বামনেতা। শুধু তন্ময়ের সমালোচনা করেই থেমে থাকেননি নওশাদ। তিনি দাবি করেছেন, রাজ্য সিপিএমকে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে।
  • এটা আলিমুদ্দিনের উপর ফুরফুরা শরিফের পরোক্ষে চাপ তৈরির কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Advertisement