shono
Advertisement
Humsafar Express

শিয়ালদহ-জলপাইগুড়ি রুটে ছুটবে হামসফর এক্সপ্রেস, জেনে নিন সূচি

নসিপুর ব্রিজ দিয়ে ছুটবে উত্তরবঙ্গগামী ট্রেন।
Published By: Paramita PaulPosted: 07:25 PM Jun 11, 2025Updated: 07:25 PM Jun 11, 2025

সুব্রত বিশ্বাস: পর্যটকদের জন্য সুখবর। এবার উত্তরবঙ্গে যাওয়ার নতুন ট্রেন চালু করছে ভারতীয় রেল। নসিপুর ব্রিজ দিয়ে ছুটবে উত্তরবঙ্গগামী ট্রেন। আগামী শনিবার এই ট্রেনের যাত্রা শুরু। জেনে নিন ট্রেন সময়সূচি।

Advertisement

পূর্ব ও উত্তর পূর্ব সীমান্ত রেলের যৌথ তৎপরতায় হামসফর এক্সপ্রেসের সূচনা হচ্ছে। তেরো ঘণ্টার যাত্রাপথে ট্রেনটি শিয়ালদহ-নৈহাটি-রানাঘাট-কৃষ্ণনগর-বহরমপুর কোর্ট-আজিমগঞ্জ-জঙ্গীপুর-নিউ ফরাক্কা-মালদহ-সামসি-বারসই-কিশানগঞ্জ-আলুয়াবাড়ি-এনজেপি-জলপাইগুড়ি রোড দাঁড়াবে। আগামী ১৪ জুন ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে যাত্রা শুরু করবে। জানা গিয়েছে,জলপাইগুড়ি রোড থেকে বিকেল চারটেয় ছাড়বে ২১ কামরার ট্রেনটি। এনজেপি পৌঁছবে বিকেল ৪টে ৪০ মিনিটে। সেখান থেকে ছাড়বে ৪টে ৫০ মিনিটে। পরদিন সকাল সোয়া চারটেয় শিয়ালদহে পৌঁছবে ট্রেনটি।

সপ্তাহে একদিনই চলবে শিয়ালদহ-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেসটি। প্রতি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে ছাড়বে। পরদিন দুপুর ১২টায় জলপাইগুড়ি রোডে পৌঁছবে। আবার রবিবার রাত সাড়ে আটটায় প্রান্তিক স্টেশন জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে সোমবার সকাল আটটায় শিয়ালদহে এসে পৌঁছবে। এই ট্রেন চালু হলে যেমন কৃষ্ণনগর, মুর্শিদাবাদের বাসিন্দাদের সুবিধা হবে তেমনই ভরা পর্যটনের মরশুমে পর্যটকদেরও টিকিটের আকালে হয়রানির শিকার হতে হবে না।

গত বছর নভেম্বর থেকে নসিপুর ব্রিজ দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। তার আগে মালগাড়ি চলাচল করছিল। এবার একেবারে উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেন চলবে এই পথে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পর্যটকদের জন্য সুখবর।
  • এবার উত্তরবঙ্গে যাওয়ার নতুন ট্রেন চালু করছে ভারতীয় রেল।
  • নসিপুর ব্রিজ দিয়ে ছুটবে উত্তরবঙ্গগামী ট্রেন।
Advertisement