shono
Advertisement

কলকাতায় নাশকতার ছক, বাংলাদেশি জঙ্গিকে ৭ বছর কারাবাসের নির্দেশ NIA আদালতের

২০১৭ সালে কলকাতায় নাশকতার ছক কষেছিল আল-কায়দা জঙ্গি।
Posted: 09:03 PM Feb 10, 2022Updated: 09:12 PM Feb 10, 2022

গোবিন্দ রায়: কলকাতায় নাশকতার পরিকল্পনা করে সাত বছরের জন্য শ্রীঘরে বাংলাদেশি জঙ্গি (Bangladeshi Terrorist)। বৃহস্পতিবার সামাদ মিঞা ওরফে সামসাদ ওরফে তুষার বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে এনআইএ’র বিশেষ আদালত। তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ কলকাতা নগর দায়রা আদালতের এনআইএ’র (NIA) বিশেষ আদালত।

Advertisement

হাজতবাসের পাশাপাশি, বৃহস্পতিবার সাজাপ্রাপ্ত আল-কায়দা (Al Qaida) জঙ্গি সামাদ মিঞা ওরফে সামসাদ ওরফে তুষার বিশ্বাসকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের হাজত বাসের নির্দেশ দিয়েছে বিশেষ আদালতের বিচারপতি। 

[আরও পড়ুন: মানিকতলায় যুবক খুনে পুলিশের জালে ‘বন্ধু’, ধরা পড়ল বিহার-নেপাল সীমান্তে]

এনআইএ সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের নভেম্বর মাসে কলকাতায় নাশকতার ছক বানচাল করে আল-কায়দা জঙ্গি সন্দেহে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। পরে তদন্তভার যায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র হাতে। পাঁচ বছর আগের সেই মামলায় এর আগে তিন জনকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে আদালত।

[আরও পড়ুন: মর্মান্তিক! বাড়ির রান্না করা মাংসেই বিষক্রিয়া, বর্ধমানে মৃত্যু ২ শিশুর]

এনআইএ’র তরফে আইনজীবী শ্যামল ঘোষ ও দেবাশিস মল্লিক চৌধুরীরা জানান, সামাদ মিঞা ছিল চতুর্থ আসামি। তার কাছ থেকে একাধিক ভুয়ো নথি, জাল পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড উদ্ধার হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ও অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়। বিচারপর্ব চলাকালীন দোষ স্বীকার করে নেয় সে। সেই কারণেই তার সাজা খানিকটা কম বলে মনে করা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement