shono
Advertisement
Bus Strike

সরকারি আশ্বাসে আপাতত স্থগিত তিনদিনের বাস ধর্মঘট, স্বস্তিতে যাত্রীরা

কলকাতা পুলিশ কমিশনার, পরিবহণ সচিবের সঙ্গে বৈঠকে পর জানিয়ে দিল বাস সিন্ডিকেট।
Published By: Paramita PaulPosted: 02:02 PM May 21, 2025Updated: 02:46 PM May 21, 2025

নব্যেন্দু হাজরা: সরকারি আশ্বাসে আপাতত স্থগিত বাস ধর্মঘট (Bus Strike)। আগামী কাল, বৃহস্পতিবার থেকে ধর্মঘট হচ্ছে না। কলকাতা পুলিশ কমিশনার, পরিবহণ সচিবের সঙ্গে বৈঠকে পর জানিয়ে দিল বাস সিন্ডিকেট। তবে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন বাস মালিকরা। তার মধ্যে দাবিপূরণ না হলে ফের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তারা। 

Advertisement

পাঁচদফা দাবিতে চলতি মাসেই তিনদিন বাস ধর্মঘটের (Bus Strike) ডাক দিয়েছিল বাসমালিক সংগঠন পরিবহণ বাঁচাও কমিটি। ২২, ২৩ এবং ২৪ মে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। কী কী দাবি ছিল তাদের?  বাসমালিকরা জানিয়েছিলেন, ১৫ বছরের পুরনো বাস এখনই বাতিল করা যাবে না। যেহেতু কোভিডের সময় দু’বছর বাস চলেনি, তাই সরকারের কাছে সেই দু’বছর বয়সসীমা বাড়াতে হবে। তাছাড়া পুলিশি জুলুম, ইচ্ছামতো টোল ট্যাক্স আদায় করা, ডিজেলের মূল্যবৃদ্ধি-সহ নানা সমস্যা রয়েছে। এই সংক্রান্ত মোট পাঁচ দফা দাবি পূরণের আর্জি জানিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তাঁরা। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছিল, আগামী ২০ মে’র মধ্যে আবেদনে সাড়া না দিলে তিনদিনের ধর্মঘটের হুমকি দেওয়া হয়। 

মঙ্গলবারের পর তাদের দাবিদাওয়া নিয়ে বুধবার সকালে কলকাতার পুলিশ কমিশনার মনো বর্মা, পরিবহণ সচিব সৌমিত্র মোহন-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে ফের বৈঠকে বসে বাস মালিকরা। সেখানে তাদের দাবিদাওয়া খতিয়ে দেখার আশ্বাস দেয় সরকার। তারপরই ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানায় বাস মালিকরা। এ প্রসঙ্গে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, "সরকার আমাদের দাবিদাওয়া সহানুভূতির সঙ্গে ভেবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে। তাই সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখা হচ্ছে।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সরকারি আশ্বাসে আপাতত স্থগিত বাস ধর্মঘট।
  • আগামী কাল, বৃহস্পতিবার থেকে ধর্মঘট হচ্ছে না।
  • কলকাতা পুলিশ কমিশনার, পরিবহণ সচিবের সঙ্গে বৈঠকে পর জানিয়ে দিল বাস সিন্ডিকেট।
Advertisement