shono
Advertisement
Kolkata Police

পুলিশকে দেখে ছোটাই কাল! এন্টালিতে মোবাইল চোর ধরতে গিয়ে অস্ত্র-সহ জালে 'কেউটে'

ধৃতের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলে খবর।
Published By: Suhrid DasPosted: 01:58 PM Aug 13, 2025Updated: 01:58 PM Aug 13, 2025

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: পুলিশকে দেখে ছুটে পালানোই কাল হল! এদিকে ছুটে পালাতে দেখে মোবাইল চোর সন্দেহে ওই যুবককে তাড়া করেছিল পুলিশ। পাকড়াও করলে দেখা যায় ধৃত যুবক এক কুখ্যাত দুষ্কৃতী। শুধু তাই নয়, ধৃতের থেকে উদ্ধার হল একটি আগ্নেয়াস্ত্র। বুধবার সাতসকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার এন্টালি থানা এলাকায়। ধৃতের নাম পঙ্কজ বিশ্বাস ওরফে মিষ্টি। ধৃতের বাড়ি পটারি রোড এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলেঘাটা রোডে ডিউটিতে ছিলেন ট্রাফিক সার্জেন হিরণময় সরকার ও সুজিত কানড়া ও সিভিক ভলান্টিয়ার রণবীর সিং। সকাল সাড়ে পাঁচটার পর এক যুবককে ওই রাস্তা দিয়ে হনহনিয়ে যেতে দেখেন পুলিশ কর্মীরা। সন্দেহ হওয়ায় তাঁকে দাঁড়াতে বলেন পুলিশ কর্মীরা। ওই যুবক পুলিশকে দেখে ছুটতে শুরু করে। ওই এলাকায় মাঝেমধ্যেই মোবাইল চুরির অভিযোগ ওঠে। ওই যুবকের পরণের টি-শার্টের নিচে কিছু একটা লোকানো রয়েছে, তেমন আন্দাজও করেছিলেন পুলিশ কর্মীরা। মোবাইল চোর সন্দেহে ওই যুবককে ধাওয়া করেন পুলিশ কর্মীরা। রীতিমতো তাড়া করে পুলিশ ওই যুবককে পাকড়াও করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই যুবক অসংলগ্ন কথা বলতে থাকে। পরে তার তল্লাশি নেওয়া হলে টি-শার্টের নিচ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। এরপরই ওই যুবককে পাকড়াও করা হয়। পরে জানা যায়, ওই যুবক কুখ্যাত দুষ্কৃতী। পুলিশের খাতায় তার নামে একাধিক অভিযোগ, মামলা আছে। এরপরই ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। বেআইনি অস্ত্র মামলা-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওই দুষ্কৃতী সাতসকালে কোথায় যাচ্ছিল? কী মতলব ছিল তার? সেসব জানার চেষ্টা চলছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশকে দেখে ছুটে পালানোই কাল হল!
  • এদিকে ছুটে পালাতে দেখে মোবাইল চোর সন্দেহে ওই যুবককে তাড়া করেছিল পুলিশ।
  • পাকড়াও করলে দেখা যায় ধৃত যুবক এক কুখ্যাত দুষ্কৃতী।
Advertisement