shono
Advertisement

পুরভোটের আগে কলকাতা থেকে উদ্ধার ১ কোটি টাকা, গ্রেপ্তার যুবক

কী কারণে ওই টাকা নিয়ে ঘুরছিল ধৃত যুবক?
Posted: 10:09 AM Dec 14, 2021Updated: 10:09 AM Dec 14, 2021

অর্ণব আইচ: সামনেই পুরভোট (Civic Polls 2021)। তার আগে খাস কলকাতা থেকে এক কোটি টাকা-সহ গ্রেপ্তার এক  যুবক। ধৃতকে আজ তোলা হবে আদালতে। কোথা থেকে এসেছিল সে? কী কারণে ওই টাকা নিয়ে ঘোরাঘুরি করছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। 

Advertisement

জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্র মারফত খবর পেয়ে অ্যাসেম্বলি অফ গড চার্জ (Assembly of God Church) চত্বরে হানা দেয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ। সেখানেই সন্দেহভাজন যুবককে দেখতে পান তাঁরা। তাঁকে জিজ্ঞাসাবাদের পর সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতে উদ্ধার হয় প্রচুর টাকা। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই যুবকের কাছ থেকে মিলেছে এক কোটি টাকা। কিন্তু কোথা এল ওই টাকা তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি অভিযুক্ত।  রাতেই গ্রেপ্তার করা হয় তাকে।

[আরও পড়ুন: তরুণীর শ্লীলতাহানি কাণ্ডে জেল হেফাজত, অভিযুক্ত দুই পুলিশকর্মীকে তীব্র ভর্ৎসনা বিচারকের]

চলতি সপ্তাহেই কলকাতার পুরভোট। তার আগে এই টাকা উদ্ধার একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। পুরভোটের কারণেই কী শহরে আনা হয়েছিল এই টাকা? নাকি এর পিছনে রয়েছে অন্য কারণ? তা খতিয়ে দেখা হচ্ছে। এর নেপথ্যে হাওয়ালা গ্যাং রয়েছে কি না, তা ও জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করলে রহস্যভেদ হতে পারে বলে ধারণা তদন্তকারীদের। 

[আরও পড়ুন: Kolkata Municipal Election: দুর্নীতির অভিযোগ নিয়ে সাবধানী তৃণমূল, পুরভোটের প্রচারে নতুন মুখ নিয়ে সতর্কবার্তা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement