গোবিন্দ রায়: বিজেপি সাংসদের পর এবার পুনর্নির্বাচন ও পুনর্গণনার দাবি জানিয়ে আদালতে মোট ৯ তৃণমূল ও নির্দল প্রার্থী। কেউ জিতেও শংসাপত্র পাননি বলে অভিযোগ। কেউ আবার কাঠগড়ায় তুলেছেন প্রিসাইডিং অফিসারকে। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা।
পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Poll) মনোনয়ন থেকে শুরু করে ফল প্রকাশ, প্রতিক্ষেত্রেই শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা। গণনার দিন একাধিক জয়ী বিজেপি ও সিপিএম প্রার্থী অভিযোগ করেছেন যে, তাঁদের শংসাপত্র দেওয়া হচ্ছে না। কেউ গণনায় ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছে। এই পরিস্থিতিতে গতকাল অর্থাৎ মঙ্গলবার পুনর্নির্বাচন চেয়ে আদালতের দ্বারস্থ হন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এবার পুনরায় ভোট ও পুনর্গণনার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ তৃণমূল ও নির্দল প্রার্থী।
[আরও পড়ুন: সিবিআইয়ের আবেদন মঞ্জুর, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের অনুমতি রাজ্যপালের]
জানা গিয়েছে ২ জন নির্দল ও ৭ জন তৃণমূল প্রার্থী এদিন আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁরা প্রত্যেকেই পূর্ব মেদিনীপুরের। কারও অভিযোগ, ভোটে জিতেও শংসাপত্র পাননি। কেউ অভিযোগ করেছেন ব্যালট পেপারে প্রিসাইডিং অফিসারের সই নেই বলে। বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এ বিষয়টি উল্লেখ করা হলে মামলা দায়েরর অনুমতি দিয়েছে আদালত। আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা।
