shono
Advertisement

সল্টলেকের ইডি দপ্তরে পি সি সরকার জুনিয়র, চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদ

টাওয়ার গ্রুপ চিটফান্ড মামলায় পি সি সরকার জুনিয়রকে পড়তে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখে।
Posted: 01:13 PM Dec 22, 2023Updated: 06:28 PM Dec 22, 2023

বিধান নস্কর, বিধাননগর: চিটফান্ড মামলায় এবার ইডির (ED) জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন জাদুকর পি সি সরকার জুনিয়র। শুক্রবার বেলায় সল্টলেকের (Salt Lake) সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। ইডি দপ্তরে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিকরা। জানা যাচ্ছে, টাওয়ার গ্রুপের মামলায় পি সি সরকার জুনিয়রকে (PC Sorcar Junior) পড়তে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখে।

Advertisement

সূত্রের খবর, টাওয়ার গ্রুপ চিটফান্ড মামলার (Chitfund scam) তদন্তে পি সি সরকার জুনিয়রকে তলব করা হয়েছে। ইডির তরফে জানা গিয়েছে, কয়েকদিন আগেই টাওয়ার গ্রুপের কর্তা রমেন্দু চট্টোপাধ্যায়কে হেফাজতে নেয় ইডি। এর পর উঠে আসে পি সি সরকার জুনিয়রের নাম। তাঁকে তলব করা হয়। এর আগে অবশ্য একই মামলায় জাদুসম্রাটের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই (CBI)। সেটা ২০২১ সালে। এবার ইডি তাঁকে ডেকে পাঠাল।

[আরও পড়ুন: ৭২ নয় ৪৮ ঘণ্টা, নবান্নের সামনে ডিএ ধরনার সময়সীমা কমাল হাই কোর্ট]

জানা গিয়েছে, টাওয়ার গ্রুপের সঙ্গে জাদুকর পি সি সরকার জুনিয়রের কিছু ব্যবসায়িক চুক্তি ছিল। সেখানে আমানতকারীরা ঠিকমতো টাকা পাননি বলে অভিযোগ। তাতে কোনও বেআইনি লেনদেন হয়েছিল কি না, তার তদন্ত করেছিল সিবিআই। এছাড়া ২০১৪ সালে পি সি সরকার জুনিয়র বিজেপির হয়ে লোকসভা ভোটে (Lok Sabha Election) দাঁড়িয়েছিলেন। তবে হেরে যান। সেই সূত্রেও কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, তাও তদন্তের আওতায় আসে। সেইসব নথিপত্র দেখতে চাইতে পারেন ইডি আধিকারিকরা। 

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: শনিবার হাওড়া ও শিয়ালদহ দুই বিভাগেই বাতিল প্রচুর লোকাল, ভোগান্তির আশঙ্কা যাত্রীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement