shono
Advertisement
Kolkata Metro Railways

ব্যস্ত অফিস টাইমে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা! আংশিক চলাচলে হয়রানি যাত্রীদের

ব্যস্ত অফিস টাইমে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা! ঘটনায় সাময়িক বিপর্যস্ত ব্লু লাইনের মেট্রো পরিষেবা। এদিন সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ মাস্টারদা সূর্য সেন স্টেশনে এই ঘটনা ঘটে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত চলাচল বন্ধ হয়ে যায়।
Published By: Suhrid DasPosted: 07:01 PM Jan 20, 2026Updated: 07:39 PM Jan 20, 2026

ব্যস্ত অফিস টাইমে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা! ঘটনায় সাময়িক বিপর্যস্ত ব্লু লাইনে মেট্রো পরিষেবা। এদিন সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ মাস্টারদা সূর্য সেন স্টেশনে এই ঘটনা ঘটে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত চলাচল পরিষেবা সাময়িক  থমকে যায়। টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করে। অফিস টাইমে এই আত্মহত্যার চেষ্টার ঘটনায় হয়রানির শিকার নিত্য ও অফিস যাত্রীরা।

Advertisement

কলকাতার অন্যতম ব্যস্ত যোগাযোগের মাধ্যম মেট্রো। ব্লু লাইনের সঙ্গে গ্রিন লাইন যুক্ত হয়েছে। সেক্টর ফাইভ থেকে এখন হাওড়া পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। ফলে যাত্রীদের চাপও নিত্যদিন বেড়েছে। ব্যস্ত সময়ে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠল। মেট্রো সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ মাস্টারদা সূর্য সেন স্টেশনে দক্ষিণেশ্বরগামী আপ লাইনে মেট্রো ঢুকছিল। সেসময় একজন লাইনে ঝাঁপ দেন।

চালক ট্রেন থামানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। মেট্রোর রেক দাঁড়িয়ে যায় প্ল্যাটফর্মে কিছুটা ঢোকার পরেই। হইহই, আতঙ্ক ছড়িয়ে যায় ওই স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে। আপ ও ডাউন লাইনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিছু সময় পরে ঝাঁপ দেওয়া ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় প্রাথমিকভাবে কিছু সময় ইস্ট-ওয়েস্ট মেট্রোর ব্লু লাইনে মেট্রো রেল পরিষেবা থমকে যায়। এদিকে পরিষেবা ব্যাহত হওয়ায় রবীন্দ্র সরোবর, এসপ্ল্যানেড, চাঁদনী চক, সেন্ট্রাল-সহ অন্যান্য স্টেশনগুলিতে যাত্রীদের চাপ বাড়তে থাকে। অফিস ফেরত যাত্রীদের একাংশের মধ্যে ক্ষোভও ছড়ায়।

কিছু সময় পরে শুরু হয় ব্লু লাইনে শুরু হয় মেট্রো পরিষেবা। মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শুরু হয় পরিষেবা। মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। এদিন সন্ধ্যায় পরিষেবা ব্যাহহ হওয়ায় চূড়ান্য নাকাল হতে হয় যাত্রীদের একটা বড় অংশকে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement