shono
Advertisement

এবার নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল সাংসদ অপরূপা পোদ্দারের, হাই কোর্টে দায়ের মামলা

সিবিআই তদন্তের নির্দেশ পেতে আবেদন।
Posted: 01:25 PM Apr 24, 2023Updated: 02:14 PM Apr 24, 2023

গোবিন্দ রায়: দিন কয়েক আগেই অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) বিরুদ্ধে চাকরি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্ট। আগামী ২৬ এপ্রিল শুনানির সম্ভাবনা।

Advertisement

গত প্রায় একবছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় বাংলা। জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ একাধিক বিধায়ক, উচ্চপদস্থ আধিকারিক। এসবের মাঝেই সম্প্রতি টুইটে একটি ‘সুপারিশপত্র’ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। দেখা যায়, ২০১৭ সালে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার তাঁর নিজস্ব প্যাডে ৭ জনের চাকরির জন্য সুপারিশ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে। সেই টুইটের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কথা কাটাকাটিতে জড়ান অপরূপা-শুভেন্দু।

[আরও পড়ুন: উত্তরবঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কালবৈশাখী, কী বলছে হাওয়া অফিস?]

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার অপরূপা পোদ্দারের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে দায়ের হল মামলা। অভিযোগ, সাংসদের তালিকার প্রার্থীদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে। ২৬ এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী অপরূপা পোদ্দারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতেই সাংসদ দাবি করেছিলেন, তাঁকে বিজেপিতে নেওয়ার চেষ্টা করেছিল অধিকারী পরিবার। বলেছিল, দলবদল না করলে ফেঁসে যাবে।

[আরও পড়ুন: বকেয়া থাকায় চা দিতে অস্বীকার দোকানির, রাগের মাথায় কুপিয়ে খুন! গ্রেপ্তার ক্রেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement