shono
Advertisement

রামমন্দির উদ্বোধনে বাংলায় ‘ড্রাই ডে’ ঘোষণার আর্জি, কী বলল হাই কোর্ট?

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা হয়।
Posted: 06:20 PM Jan 18, 2024Updated: 06:20 PM Jan 18, 2024

গোবিন্দ রায়: ২২ জানুয়ারি অর্থাৎ রামমন্দির (Ram Temple) উদ্বোধনের দিন ড্রাই ডে ঘোষণা করেছে একাধিক রাজ্য। ওই দিনটিকে বাংলাতেও ড্রাই ডে ঘোষণার আর্জি নিয়ে আদালতে এক আইনজীবী। কিন্তু সম্মতি দিল না আদালত। 

Advertisement

২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ঘিরে সাজসাজ রব যোগীরাজ্যে। ওই দিনটিতে উত্তর প্রদেশ-সহ বিজেপি শাসিত পাঁচ রাজ্যে ইতিমধ্যেই ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ২২ জানুয়ারি ড্রাই ডে ঘোষণার দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা হয়। আবেদন ছিল ওই দিনটিকে রাজ্যে ড্রাই ডে ঘোষণা করা হোক। তবে তা খারিজ হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: জন্মের প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য নয় আধার! বড় সিদ্ধান্ত কেন্দ্রের]

এদিন বিচারপতি জানান, ড্রাই ডে ঘোষণার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। স্টেট বেভারেজ কর্পোরেশন রয়েছে। এই সংক্রান্ত একাধিক বিধিনিষেক রয়েছে। তাই এ বিষয়ে আদালত চাইলেই হস্তক্ষেপ করতে পারে না। ফলে খারিজ করে দেওয়া হয়েছে মামলাটি। প্রসঙ্গত, রামলালার প্রাণপ্রতিষ্ঠার মতো পবিত্র মুহূর্তের সাক্ষী হতে  কেন্দ্রীয় সরকারি কর্মীদের অনুরোধ ছিল, অর্ধদিবস ছুটি দেওয়া হোক অফিসগুলিতে। তাঁদের অনুরোধে সাড়া দিয়ে ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি (Half day holiday)ঘোষণা করেছে কেন্দ্র। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে ছুটির ঘোষণা করা হয়েছে। ওইদিন দুপুর ২.৩০ পর্যন্ত সরকারি অফিসে ছুটি। তার পর থেকে বাকি সময় কাজ হবে।এই ঘোষণায় স্বভাবতই খুশির হাওয়া কর্মীমহলে। 

[আরও পড়ুন: সমরশক্তিতে শীর্ষে আমেরিকা, তালিকায় কত নম্বরে ভারত ও চিন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement