shono
Advertisement

রাজ্য সরকারের কাউন্সিল আইনকে চ্যালেঞ্জ, দ্রুত ছাত্রভোটের দাবিতে হাই কোর্টে মামলা

আগামী সপ্তাহে প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।
Posted: 02:48 PM Sep 22, 2023Updated: 02:53 PM Sep 22, 2023

গোবিন্দ রায়: পুজোর পর রাজ্যে ছাত্র সংসদ নির্বাচনের (Students’ Union Election) ইঙ্গিত আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ২০১৭ সালের পর বিক্ষিপ্তভাবে দু-একটি কলেজ, বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হলেও সামগ্রিকভাবে ছাত্রভোট হয়নি। সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র সংসদে একাধিক জটিলতা তৈরি হয়েছে বলে নানা স্তরে অভিযোগ উঠছে। সেই কারণে এবার দ্রুত ছাত্রভোটে উদ্যোগী স্বয়ং মুখ্যমন্ত্রী। তবে তার আগেই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা হাই কোর্টে (Calcutta HC) দায়ের হল জনস্বার্থ মামলা।

Advertisement

শুক্রবার হাই কোর্টে ছাত্র সংসদ নির্বাচন চেয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঋষভ সাহা। তাঁর আইনজীবী সৌম্য দাশগুপ্ত, ঋতঙ্কর দাস জানান, রাজ্য সরকারের কাউন্সিল আইনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে। ওই আইন সংবিধান পরিপন্থী বলে অভিযোগ। তাঁর আরও দাবি, ২০১৭ সালের পর থেকে যাদবপুর, ডায়মন্ড হারবার ও প্রেসিডেন্সি ৩টি বিশ্ববিদ্যালয় ছাড়া রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট হয়নি। তাও এই তিনটি বিশ্ববিদ্যালয়ে শেষ ২০২০ সালে নির্বাচন হয়েছে। তাই অবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন করাতে চেয়ে মামলা দায়ের করা হল।

[আরও পড়ুন: গোপন নজরদারি করেই ভারতের বিরুদ্ধে জঙ্গি খুনের অভিযোগ কানাডার! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট]

মামলাকারী ছাত্রের দাবি, অন্যান্য রাজ্যে যেমন প্রত্যেক বছর বছর ছাত্রভোট হয়, এ রাজ্যেও তা করা হোক। মামলায় সেই আবেদন জানানো হয়েছে। এনিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশও উল্লেখ করেছেন তিনি। মামলাটি গৃহীত হয়েছে কলকাতা হাই কোর্টে। আগামী সপ্তাহে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা।

[আরও পড়ুন: মতপ্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে খলিস্তানিদের সমর্থন! ট্রুডোকে তোপ দলীয় সাংসদেরই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement