shono
Advertisement

‘প্লাস্টিক’ ডিম নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, ভিন রাজ্য থেকে আসা ডিম পরীক্ষার নির্দেশ

‘বেঙ্গল পোলট্রি ডিম’ বোর্ড লাগিয়েও ডিম বিক্রির নির্দেশ দিয়েছেন তিনি৷ The post ‘প্লাস্টিক’ ডিম নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, ভিন রাজ্য থেকে আসা ডিম পরীক্ষার নির্দেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:58 PM Apr 03, 2017Updated: 12:29 PM Jul 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘প্লাস্টিক’ ডিম নিয়ে রাজ্যের সাধারণ মানুষের আশঙ্কা ক্রমশই বাড়ছে৷ এ নিয়েই এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের ডিম ব্যবসা যাতে মার না খায়, তাই ভিন রাজ্য থেকে আসা ডিম পরীক্ষার নির্দেশ দিলেন তিনি৷

Advertisement

‘আজাদি’ চাইলে স্কলারশিপ ছাড়ুক যাদবপুরের পড়ুয়ারা, তোপ রূপার ]

প্রথম এ অভিযোগ তোলেন এক গৃহবধূ৷ জানান, বাচ্চার জন্য ডিম কিনে নিয়ে গিয়েছিলেন৷ কিন্তু ভাজার সময় দেখা যায়, তা প্লাস্টিকের মতো গলে গলে জমে যাচ্ছে৷ পচা দুর্গন্ধও বেরচ্ছে৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই পার্ক সার্কাসের এক ডিম বিক্রেতাকে গ্রেপ্তার করে পুলিশ৷ এরপর থেকেই ‘প্লাস্টিক’ ডিমের আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে৷ হালিশহরেও একই ধরনের ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে৷ চিনা বাজার থেকে কৃত্রিম ডিম বাজারে ঢুকছে বলে ব্যাপক প্রচার হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়৷ আর এর জেরেই রাজ্যের ডিম ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ তা রুখতেই এবার সচেষ্ট হলেন মুখ্যমন্ত্রী৷ ভিন রাজ্য থেকে আসা সমস্ত ডিম পরীক্ষার নির্দেশ দিলেন তিনি৷ জানা যাচ্ছে, অন্যান্য রাজ্য থেকে অন্তত ৮০ লক্ষ ডিম ঢোকে এ রাজ্যে৷ তার জেরে বাংলার ডিম ব্যবসা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে নজর দেওয়ার নির্দেশ দিলেন তিনি৷ পাশাপাশি ‘বেঙ্গল পোলট্রি ডিম’ বোর্ড লাগিয়েও ডিম বিক্রির নির্দেশ দিয়েছেন তিনি৷ এ নিয়ে যাতে গুজব না ছড়ায় সে ব্যাপারেও সতর্ক করেন মুখ্যমন্ত্রী৷

জঙ্গিদের হাতে ল্যাপটপ বোমা, সতর্ক হচ্ছে কলকাতা বিমানবন্দরও ]

একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্য নিয়েও কড়া দাওয়াই দিলেন তিনি৷ স্বাস্থ্য দপ্তরের পরিদর্শনের সময় বিভিন্ন নার্সিংহোম থেকে অসহযোগিতার অভিযোগ ওঠে৷ তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ মুখ্যমন্ত্রীর৷

The post ‘প্লাস্টিক’ ডিম নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, ভিন রাজ্য থেকে আসা ডিম পরীক্ষার নির্দেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement