অভিরূপ দাস: সাতদিন ঠিক থাকছে। আটদিনের দিন আবার যে কে সেই। মিটছে না শহরের হকারদের প্লাস্টিক রোগ। চলতি বছরের জানুয়ারি মাসে গড়িয়াহাটে (Gariahat) নতুন হকার শেড উদ্বোধন গিয়েছিলেন মেয়র। তিনদিক খোলা টিনের শেড উদ্বোধন করেছিলেন। সে সময় মেয়র বলেছিলেন, আর প্লাস্টিক নয়। একবছরও হয়নি। মঙ্গলবার রাস্তায় নেমে পুরনো ছবিই দেখল পুলিশ-পুরসভা। বিধায়ক তথা টাউন ভেন্ডিং কমিটির কো-চেয়ারম্যান দেবাশিস কুমার জানিয়েছেন, এদিন দুপুরে যৌথভাবে তাঁরা অভিযানে নেমেছিলেন গড়িয়াহাটে। দু’হাজার চারশো হকারের অর্ধেকের স্টলেই ঝুলছে প্লাস্টিকের ছাউনি।
হকার কর্নারে সেই প্লাস্টিকের ডাঁই। বছর পাঁচেক আগের কথা। ২০১৯ এর জানুয়ারির এক গভীর রাতে গড়িয়াহাট মোড়ে এক বহুতলে আগুন লাগে। ফুটপাতে থাকা হকারদের স্টলে প্লাস্টিক থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। সে সময় দমকল কর্মীরা জানিয়েছিল, সামান্য আগুন মারাত্মক চেহারা নিয়েছে প্লাস্টিকের জন্যই। এর পরই হকার ইউনিয়ন, পুলিশ এবং দমকল আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মেয়র। সাফ জানিয়ে দিয়েছিলেন, গড়িয়াহাটের ফুটপাতে কোন প্লাস্টিকের ছাউনি থাকবে না। একই সঙ্গে ফুটপাতের দুই-তৃতীয়াংশ জায়গা পথচারীদের জন্য ছেড়ে রাখতে হবে।
[আরও পড়ুন: সৌরভ-দর্শনার বিয়েতে স্পেশাল গাছকৌটো, অভিনেত্রী নিজে শেয়ার করলেন ছবি]
সেইমতো এবছরের শুরুতেই তিনদিক খোলা মাথায় টিনের ছাউনি দেওয়া শেডের উদ্বোধন করা হয়। মাটি থেকে আটফুট উঁচু এই ইস্পাতের ছাউনি প্রস্থে সাড়ে তিন ফুট। কথা ছিল আর প্লাস্টিক নয়। এই শেডের তলাতেই ব্যবসা করবেন হকাররা। কোথায় কী? ফের গড়িয়াহাটের মুখ ঢেকেছে প্লাস্টিকে। ক্ষুব্ধ মেয়র জানিয়েছেন, বর্ষাকালে অনেক হকার প্লাস্টিক ব্যবহার করেন। সে সময় বিক্রি করা পণ্য ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখন তো বর্ষা নেই। এখন কেন প্লাস্টিক থাকবে?
মেয়রের কথায়, “বিষয়টি অত্যন্ত গুরত্ব দিয়ে দেখছে পুরসভা (KMC)। পুলিশকে বলব যেখানে প্লাস্টিকের ছাউনি রয়েছে তা খুলে দিতে। মেয়র জানিয়েছেন, কলকাতা পুলিশকে (Kolkata Police) চিঠি দেওয়া হবে। কোনও জায়গায় হকাররা প্লাস্টিক ব্যবহার করলে তাঁরা নির্বাক দর্শক হয়ে থাকতে পারেন না। পুরসভা যেমন ময়দানে নেমে কাজ করবে পুলিশকেও ব্যবস্থা নিতে হবে।
বিধায়ক তথা টাউন ভেন্ডিং কমিটির কো-চেয়ারম্যান দেবাশিস কুমার জানিয়েছেন, মঙ্গলবার পুরসভা-পুলিশ যৌথভাবে অভিযানে নেমে হকারদের প্লাস্টিক খুলে দিয়েছে। প্লাস্টিক ফের ব্যবহার করলে কি ব্যবস্থা নেওয়া হবে? ‘‘আইনে এমন কিছু নেই’’ বক্তব্য বিধায়ক দেবাশিস কুমারের। গড়িয়াহাট ইন্দিরা হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক দেবরাজ ঘোষ জানিয়েছেন, গড়িয়াহাটে পুরো প্লাস্টিক খুলে দেওয়া হয়েছে। যদি এরপর কোনও হকার প্লাস্টিক ব্যবহার করেন তাহলে থাকে পাঁচদিন হকিং করতে দেওয়া হবে না।