অর্ণব আইচ: সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে উত্তপ্ত খাস কলকাতার গার্ডেনরিচ এলাকা। পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে আক্রান্ত সাব ইন্সপেক্টর ও মহিলা সিভিক ভলান্টিয়ার। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। রাতেই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় ক্লাবের তরফে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল। বুধবার রাতে বিসর্জন হওয়ার কথা ছিল। সেখানে শুরু হয় অশান্তি। দুপক্ষের ঝামেলা চরমে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গার্ডেনরিচ থানার এসআইয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ছিলেন মহিলা সিভিক ভলান্টিয়াররাও। এদিন অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ক্লাবের সদস্যরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত হন এক মহিলা সিভিক ভলান্টিয়ারও। এরপরই ঘটনাস্থলে আরও বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। গ্রেপ্তার করা হয় আদিত্য পাসওয়ান ও সৈকত মাইতি নামে দুজনকে।
উল্লেখ্য,চলতি বছরে সরস্বতী পুজোকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি খবর প্রকাশ্যে এসেছে। কোথাও পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও আবার পুজোকে কেন্দ্র করে অশান্তিতে জড়িয়েছে দুপক্ষ। সরস্বতী আরাধনা ঘিরে এই অশান্তিতে আতঙ্কিত আমজনতা।
