shono
Advertisement

Breaking News

Sandip Ghosh

ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ, এবার কী আর্জি?

কী বলল আদালত?
Published By: Tiyasha SarkarPosted: 12:42 PM Jan 31, 2025Updated: 12:48 PM Jan 31, 2025

গোবিন্দ রায়: চার্জগঠনের প্রক্রিয়া শুরুর সময়সীমা বাড়ানোর আর্জি। ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে এই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

Advertisement

গত মঙ্গলবার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুর্নীতি মামলায় চার্জগঠনের নির্দেশ দেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বলা হয়, ৬ ফেব্রুয়ারির মধ্যে চার্জগঠনের প্রক্রিয়া শুরু করতে হবে নিম্ন আদালতে। সেই সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েই হাই কোর্টের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ। তাঁর আইনজীবী বলেন, "আমাদের আশঙ্কা আগামী তিনদিনের মধ্যে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সিবিআইয়ের তরফে আমরা আগে কোনও নথি পাইনি। এখন বিশেষ আদালতের নির্দেশের পরে সেই নথি আমাদের দেওয়া হচ্ছে। তিনদিনের মধ্যে প্রায় দশ হাজার পাতার নথি আমরা দেখব কী করে?" দ্রুত এই আবেদনের শুনানির আর্জিও জানানো হয়। কিন্তু সময়সীমা বাড়ানোর আবেদন ও দ্রুত শুনানির আর্জি ফিরিয়েছেন বিচারপতির তীর্থঙ্কর ঘোষ।

প্রয়োজনে বিশেষ আদালতে গিয়ে শুনানির পরামর্শ দিয়েছেন বিচারপতি। তিনি আরও বলেন, "বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি আসতে ইতিমধ্যেই বেশ কিছুটা দেরি হয়েছে। কার বা কাদের জন্য দেরি হচ্ছে বলতে পারব না। তবে নিম্ন আদালতে এই বিচার প্রক্রিয়ায় পদ্ধতিগত বিলম্ব হচ্ছে।" ফলে হাই কোর্টের দ্বারস্থ হয়েও লাভ হল না সন্দীপ ঘোষের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চার্জগঠনের প্রক্রিয়া শুরুর সময়সীমা বাড়ানোর আর্জি।
  • ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
  • তবে এই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
Advertisement