সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার ধাক্কা কিছুটা সামলে আজ ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ (Shahid Diwas 2022)। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ধর্মতলামুখী। রেকর্ড ভিড়ের আশা দলীয় নেতৃত্বের। ভিড় সামাল দিতে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ পুলিশের। একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণও করা হয়। একনজরে দেখে যাক নিরাপত্তায় কী কী ব্যবস্থা নিয়েছে পুলিশ।
- ধর্মতলা চত্বরের আশপাশের অঞ্চল ১৫টি জোনে ভাগ করে থাকবে নজরদারি। দায়িত্বে থাকবেন একজন করে ডিসি।
- মূল মঞ্চকে তিনটি বলয়ে ভাগ করা হয়েছে।
- মূল মঞ্চের দায়িত্বে একজন ডিসি, তিনজন এসি, পাঁচ ইন্সপেক্টর, ৫ সাব-ইন্সপেক্টর, ৩০ পুলিশকর্মী, ৯৫ সাদা পোশাকের পুলিশ, ৪০ জন র্যাফ।
- মঞ্চের পিছন দিক ও সংলগ্ন এলাকায় সাতটি ভাগে নজরদারি।
- ভিডিওগ্রাফি করা হবে পাঁচটি বহুতলের ছাদ থেকে।
- নিরাপত্তার দায়িত্বে একজন ডিসি, তিনজন এসি, ৬ ইন্সপেক্টর, ১২ এসআই, ১৭ এএসআই, ৬৫ পুলিশকর্মী, দশজন সাদা পোশাকের পুলিশ।
- মঞ্চের বাইরে চৌরঙ্গি স্ক্যোয়ারে পাঁচটি ভাগে নজরদারি।
- নিরাপত্তার দায়িত্বে একজন ডিসি, পাঁচজন এসি, সাতজন ইন্সপেক্টর, ১৮ এসআই, ১৯ এএসআই, ১০৪ জন পুলিশকর্মী।
- নিরাপত্তায় মোট ৩০ জন ডিসি, ৭০ জন এসি, ১৫০ জন ইন্সপেক্টর, ৭৫০ এসআই ও এএসআই।
- ১৯টি জায়গায় পিকেট। ১৫টি জায়গায় রয়েছে অ্যাম্বুল্যান্স।
- ভোররাত থেকেই ৪১টি জায়গায় পার্কিং। ১২টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড।
- পর্যাপ্ত সংখ্যক পিসিআর ভ্যান, কুইক রেসপন্স টিম ও অ্যান্টি সাবোটাজ টিম ঘাটগুলিতে ডিএমজির নৌকা ও ডুবুরি।
[আরও পড়ুন: কলকাতার শপিং মলে ‘জঙ্গি হামলা’য় কমান্ডো অভিযান, মহড়ায় ধরা পড়ল সন্ত্রাসবাদীরা]
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন ধর্মতলায়। পরিস্থিতি সামাল দিতে বন্ধ একাধিক রাস্তা। কয়েকটি রাস্তায় একমুখী চলবে যান চলাচল। একনজরে দেখে নিন কোন রাস্তা বন্ধ:
- ধর্মতলা চত্বর, জওহরলাল নেহরু রোডের অংশ, এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণি, গণেশ চন্দ্র অ্যাভিনিউ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যান চলাচলে রাশ।
- গণেশ চন্দ্র অ্যাভিনিউ দিয়ে যান চলাচল করতে পারে। ধর্মতলার মূল মঞ্চের দিকে যাওয়ার রাস্তা গার্ড রেল, দশটি ড্রপ গেট ও পাঁচটি সিজার ব্যারিকেড দিয়ে আটকানো থাকবে। থাকছে আটটি জায়েন্ট স্ক্রিন।
বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত কলকাতায় কোনও ধরনের মালবাহী যানবাহন চলাচল করবে না। শহরে চলবে না কোনও ঠেলাগাড়ি ও ট্রাম।
একনজরে দেখে নিন কোন কোন রাস্তায় একমুখী চলছে গাড়ি:
(ভোর চারটে থেকে রাত ন’টা পর্যন্ত)
- উত্তর থেকে দক্ষিণ ব্রেবোর্ন রোড
- আমহার্স্ট স্ট্রিট
- দক্ষিণ থেকে উত্তর কলেজ স্ট্রিট
- বেন্টিঙ্ক স্ট্রিট
- স্ট্র্যান্ড রোডের হেয়ার স্ট্রিট থেকে উডমান্ট স্ট্রিট
- রবীন্দ্র সরণির বি কে পাল থেকে লালবাজার স্ট্রিট
- বিধান সরণির কেশবচন্দ্র সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোডের অংশ
- পশ্চিম থেকে পূর্ব নিউ সিআইটি রোড
- পূর্ব থেকে পশ্চিম বি বি গাঙ্গুলি স্ট্রিট
দেখে নিন কোথায় করা যাবে পার্কিং
- ভিক্টোরিয়ার কাছে এ জে সি বোস রোডের উপর
- হসপিটাল রোড
- কুইনসওয়ে
- ক্যাথিড্রাল রোড
- ক্যাসুরিনা অ্যাভিনিউ
- লাভার্স লেন
- স্ট্র্যান্ড রোড
- ব্যান্ড স্ট্যান্ড
- সেন্ট্রাল অ্যাভিনিউ
- বি বি গাঙ্গুলি স্ট্রিট
- এ পি সি রোড
- এ জে সি বোস রোড
- মৌলালি
- আমহার্স্ট স্ট্রিট
- সিআইটি রোড
- আশুতোষ মুখার্জি রোড
- শ্যামাপ্রসাদ মুখার্জি রোড
- জওহরলাল নেহরু রোড