shono
Advertisement

Mamata Banerjee: নীরবে নিষ্ঠুর, নাগরিক বিরোধী আইন চালুর চেষ্টা! কেন্দ্রকে বিঁধলেন মমতা

রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে সরব মমতা।
Posted: 06:11 PM Oct 11, 2023Updated: 06:50 PM Oct 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রদ্রোহ আইন বদলের নামে ঘুরপথে আরও নিষ্ঠুর এবং অবদমনকারী আইন আনছে কেন্দ্র। বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর বক্তব্য, লোকচক্ষুর আড়ালে নাগরিক বিরোধী আইন আনার চেষ্টা করছে কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার।

Advertisement

ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধির ১২৪(ক) ধারা বদলে ফেলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। ইন্ডিয়ান পেনাল কোড, কোড অফ ক্রিমিন্যাল প্রসিডিউর বা সিআরপিসি, এবং ভারতীয় সাক্ষ্য আইন বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এই তিন আইনের বদলের প্রস্তাব দিয়েছে। ১৮৬০ সালের ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি এবার হতে চলেছে ভারতীয় ন্যায় সংহিতা। সিআরপিসি (CrPC) বদলে গিয়ে হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এবং এভিডেন্স অ্যাক্ট বদলে হবে ভারতীয় সাক্ষ্য আইন। সেই আইনের খসড়া ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলেছে কেন্দ্র। সেই খসড়াতেই আপত্তি মমতার।

[আরও পড়ুন: ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান, ভারতের বিরুদ্ধে কালো ব্যান্ড পরে মাঠে রশিদরা]

বুধার সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লেখেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বিকল্প হিসাবে যে খসড়া করেছে সেটা দেখলাম। আমি হতবাক হয়ে গিয়েছি। এটা আসলে একপ্রকার নীরবে নিষ্ঠুর ও অবদমনকারী, নাগরিক বিরোধী প্রস্তাব। আগে ছিল দেশদ্রোহী আইন। আর এখন সেই আইনকে তুলে দেওয়ার নাম করে যেটা আনা হচ্ছে সেটা আরও নিষ্ঠুর।”

[আরও পড়ুন: ICC World Cup: মেন্টর নন, বিশ্বকাপে রশিদ খানদের ‘ট্যুর গাইড’ জাদেজা!]

মমতার বক্তব্য, ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসা জরুরি। কিন্তু সেটা শুধু খাতায়-কলমে নয়, মানসিকতাতেও। আমি দেশের বুদ্ধিজীবী এবং সচেতন নাগরিকদের অনুরোধ করব, এই খসড়াটি পড়ুন, এর প্রতিবাদ হোক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তৃণমূল (TMC) সাংসদরা সংসদের স্ট্যান্ডিং কমিটিতে এই খসড়ার প্রতিবাদ করবেন। পূর্ব অভিজ্ঞতা থেকে আইন বদলানো দরকার ঠিকই, কিন্তু ঔপনিবেশিক এবং স্বৈরাচারী মানসিকতা যেন কোনওভাবেই ঘুরপথে রাজধানীতে প্রবেশ করতে না পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement