shono
Advertisement
SFI

ফাঁকা ফ্ল্যাটে ডাক! এসএফআই নেতার ‘অশালীন প্রস্তাব’, বিস্ফোরক দলেরই নেত্রী

প্রস্তাব না মানায়, প্রতিশোধের হুমকির অভিযোগ!
Published By: Tiyasha SarkarPosted: 09:07 AM Aug 29, 2025Updated: 11:05 AM Aug 29, 2025

রমেন দাস: এসএফআইয়ে ‘মনোজিৎ মিশ্র’! ফের ‘ফাঁকা ফ্ল্যাট’ বিড়ম্বনায় বামপন্থী ছাত্র সংগঠন! দলের কমরেডকেই কুপ্রস্তাবের অভিযোগ এসএফআইয়ের (SFI) রাজ্য কমিটির সদস্যের বিরুদ্ধে! এমনকী ওই মহিলা নেত্রীকে ‘ফাঁকা ফ্ল্যাটে’ যাওয়ার কথাও বলেন অভিযুক্ত এসএফআই নেতা! চাঞ্চল্যকর অভিযোগ এসএফআইয়ের দক্ষিণ দমদম-৩ আঞ্চলিক কমিটির মহিলা সদস্যের। ইতিমধ্যেই সংগঠনের শীর্ষ নেতৃত্বকে লিখিত অভিযোগপত্র পাঠিয়েছেন ওই তরুণী। সেখানেই ইস্তফার কথাও বলেছেন তিনি।

Advertisement

ঠিক কী দাবি? সিপিএমের (CPIM) ছাত্র সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যের বিরুদ্ধে অভিযোগকারিণী লিখেছেন, ‘তিনি আমাকে বারংবার মদ্যপান করার জন্য বলেছেন তাঁর সাথে একা। দমদম ক্যান্টনম্যান্টের ফাঁকা ফ্ল্যাটে ডেকেছিলেন। একা ঘুরতে যাওয়ার কথা অর্থাৎ কোথাও থাকার প্রস্তাব দিয়েছেন বহুবার।’ ওই তরুণী আরও লিখেছেন, ‘সিপিএম ডিজিটাল-এ খবর পড়ার প্রলোভন দেখিয়েছিলেন। নোংরা কথাবার্তার মাধ্যমে আমাকে অস্বস্তিতে ফেলেছেন।’ ওই চিঠিতে যৌনগন্ধী অশালীন প্রস্তাবের কথাও উল্লেখ করেছেন ওই মহিলা এসএফআই নেত্রী।

তিনি অভিযোগপত্রে লিখেছেন, সংগঠনের অন্য পুরুষ সদস্যকে মিথ্যা শ্লীলতাহানির কেসে ফাঁসানোর কথাও নাকি বলেছিলেন অভিযুক্ত ওই এসএফআই নেতা! দমদমের ছাত্রনেত্রীর দাবি, ‘মনোজিৎ মিশ্ররা শুধু তৃণমূলে নয়, আমাদের সংগঠনেও আছে। এরা বিশ্বাসের সুযোগ নিয়ে নোংরামি করে।’ অভিযুক্ত ওই ছাত্রনেতার বসবাস উত্তর ২৪ পরগনার লেকটাউন অঞ্চলে। তিনি এসএফআইয়ের অত্যন্ত পরিচিত মুখ। বুধবার মহিলা নেত্রীর অভিযোগপত্র পেয়েছেন সংগঠনের শীর্ষনেতারা।

যদিও ওই মহিলা নেত্রীর দাবি, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে উত্তর ২৪ পরগনা জেলার এসএফআইয়ের সর্বোচ্চ নেতৃত্বকে জানালেও কোনও লাভ হয়নি তাঁর! এই চিঠি পেয়েছেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’কে তিনি জানান, ‘এই অভিযোগপত্র সম্পর্কে জেনেছি। সঙ্গে সঙ্গে সংগঠনের তরফে যা যা ব্যবস্থা নেওয়ার, সমস্ত পদ্ধতি শুরু হয়েছে। ওই তরুণীর সঙ্গেও কথা হয়েছে। এসএফআই এই ধরনের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করবে না।’ যদিও অভিযুক্ত নেতার বিরুদ্ধে আপাতত কী ব্যবস্থা? এই বিষয়ে কিছু জানাননি দেবাঞ্জন। স্বাভাবিকভাবেই এই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই তেড়েফুঁড়ে নেমেছে এসএফআইয়ের প্রতিদ্বন্দ্বী সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দলীয় সতীর্থকেই অশালীন প্রস্তাবের অভিযোগ এসএফআই নেতার বিরুদ্ধে।
  • দমদমে ফাঁকা ফ্ল্যাটে ডাক মহিলা এসএফআই নেত্রীকে!
  • ছাত্রনেত্রীর লিখিত অভিযোগে শোরগোল।
Advertisement