অর্ণব আইচ: ভোরের কলকাতা কার্যত গ্যাং ওয়ারের সাক্ষী রইল! নারকেলডাঙায় দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে প্রকাশ্যে শুটআউট। যুবককে রাস্তার উপর কুপিয়ে খুনের চেষ্টা। এমনই ধারাবাহিক অশান্তির ঘটনায় আতঙ্ক ছড়াল নারকেলডাঙার কাইজার স্ট্রিটে। আহত যুবক আপাতত এসএসকেএম হাসপাতালে ভর্তি। অভিযুক্তরা পলাতক। তদন্তে নেমে তাদের খোঁজ চালাচ্ছে নারকেলডাঙা থানার পুলিশ। এই ঘটনায় চরম আতঙ্কের পরিবেশ এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মঙ্গলবার ভোরের দিকে আচমকা নারকেলডাঙা নর্থের কাইজার স্ট্রিটে অশান্তি ছড়ায়। এই এলাকাটি শিয়ালদহের কাছাকাছি। গুলির শব্দ শুনতে পান বলে জানান এলাকাবাসীরা। ঘড়িতে সময় তখন ৩টে ১৫। বেরিয়ে এসে দেখেন, রাস্তার উপরই ছুরি হাতে এক যুবকের উপর হামলা চালিয়েছে কয়েকজন। তাঁকে হুমকিও দেওয়া হয়। এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই যুবক। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম ইমরান, বয়স ২৬ বছর। তাঁর ঠিকানা ৭০, নারকেলডাঙা রোড।
সাতসকালে অশান্তির খবর পেয়ে নারকেলডাঙা থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। যদিও শুটআউটের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ইমরানের উপর হামলা চালিয়েছিল ৪ যুবক। পুরনো শত্রুতার জেরে এই হামলা বলে অনুমান। তবে অভিযুক্তরা সকলেই পলাতক। তদন্তে নেমে তাদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। সাতসকালে প্রকাশ্য রাস্তায় এমন সংঘর্ষের ঘটনা স্বভাবতই আতঙ্কিত এলাকাবাসী। পুলিশের তরফে গোটা পরিস্থিতি খতিয়ে দেখে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।