shono
Advertisement
SIR in West Bengal

কাকলির পরিবারের চার সদস্যকে SIR শুনানিতে ডাক! 'হেনস্তা'র অভিযোগে সরব তৃণমূল সাংসদ

শুনানি পর্বে ডাকা হয়েছে বারাসতের তৃণমূল সাংসদের মা, দুই পুত্র ও তাঁর বোনকে।
Published By: Subhankar PatraPosted: 12:50 PM Dec 27, 2025Updated: 02:58 PM Dec 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে ডাক পেলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবার। চার সদস্যকে নথি নিয়ে শুনানিতে হাজির থাকার নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। বাদ যায়নি সাংসদের বৃদ্ধা মাও! জাতীয় কমিশনের বিরুদ্ধে 'হেনস্তা'র অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল সাংসদ।

Advertisement

জানা গিয়েছে, শুনানি পর্বে ডাকা হয়েছে বারাসতের তৃণমূল সাংসদের মা, দুই পুত্র ও তাঁর বোনকে। সাংসদের মা ও বোন বারাসতের মধ্যমগ্রামের ভোটার। কাকলির দুই ছেলে বিশ্বনাথ ও বৈদ্যনাথ পেশায় চিকিৎসক। তাঁরা কলকাতার ভোটার।

কেন ডাকা হয়েছে? তা জানা না গেলেও অনুমান, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে তাঁদের মিল নেই বলেই এই ডাক। কাকলির অভিযোগ, "নির্বাচন কমিশন যা ইচ্ছা করছে। জনপ্রতিনিধিদের পরিবারের সদস্যদের এইভাবে ডাকা হলে, সাধারণ মানুষের উপর দিয়ে কী ঝড় যাচ্ছে তা বোঝাই যাচ্ছে।" এই প্রসঙ্গে শনিবার দুপুরে কাকলি সাংবাদিক বৈঠক করবে বলে খবর।

উল্লেখ্য, আজ, শনিবার থেকে এসআইআরের শুনানি পর্ব শুরু হয়েছে। প্রথম দফায় যাঁদের 'ম্যাপিং' হয়নি তাঁদের শুনানিতে ডাকা হচ্ছে। অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী, যাঁরা নিজের বা আত্মীয়ের কোনও বিবরণ দিতে পারেননি, সেই সব ভোটারকে ডাকা হচ্ছে। সেই পর্বে ডাক পেলেন সাংসদ কাকলির দুই ছেলে, মা, ও বোন ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে ডাক পেলেন সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের পরিবার।
  • চার সদস্যকে নথি নিয়ে শুনানিতে হাজির থাকার নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। বাদ যায়নি সাংসদের বৃদ্ধা মাও।
  • জাতীয় কমিশনের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে সরব হয়ছেন তৃণমূল সাংসদ।
Advertisement