এসআইআর শুনানিতে (SIR Hearing) এবার ডাক পড়ল প্রাক্তন সাংসদ এবং মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোসের। একইসঙ্গে তলব করা হয়েছে তাঁর পুত্র অর্থাৎ মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসকেও। টুটু বোসের গোটা পরিবারকেই এসআইআর (SIR in West Bengal) শুনানিতে তলব করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন মোহনবাগান সহ-সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
এসআইআর শুনানিতে বাংলার একের পর এক বিশিষ্ট ব্যক্তিত্বকে তলব করা হয়েছে। নোবেলজয়ী অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী থেকে শুরু করে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা মহম্মদ শামি-কেউই রেহাই পাননি। এবার বাংলার ফুটবলজগতের প্রবাদপ্রতিম নাম টুটু বোসকেও তলব করা হল। জানা গিয়েছে, আগামী ১৯ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে হবে বালিগঞ্জ গভর্মেন্ট স্কুলে। কেবল টুটু বোসই নন, তাঁর গোটা পরিবারকে ডাকা হয়েছে এসআইআর (SIR in West Bengal) শুনানিতে। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন সাংসদ সৃঞ্জয় বোসও।
এই বিষয়টি নিয়ে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন মোহনবাগান সহ-সভাপতি তথা তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, 'বাংলার একাধিক বিশিষ্টকে SIR নিয়ে শুনানিতে তলবের পর এবার মোহনবাগান ও ফুটবলের অন্যতম প্রাণপুরুষ, প্রাক্তন সাংসদ, সফল বাঙালী উদ্যোগপতি টুটু বোসকে (স্বপনসাধন) সপরিবার নোটিস দিয়ে ডাকল নির্বাচন কমিশন। টুটুবাবু অসুস্থ। হুইল চেয়ার ছাড়া গতিবিধি অসম্ভব। ১৯ জানুয়ারি তাঁদের ডাকা হয়েছে। টুটু বোসকে এখন প্রমাণ দিতে হবে তিনি বাংলার নাগরিক। নির্বাচন কমিশন ও বিজেপি বাংলা, বাঙালী আর বঙ্গবাসীর উপর এই অত্যাচারের জবাব পাবে আসন্ন নির্বাচনে।'
বাংলার একাধিক বিশিষ্টকে SIR নিয়ে শুনানিতে তলবের পর এবার মোহনবাগান ও ফুটবলের অন্যতম প্রাণপুরুষ, প্রাক্তন সাংসদ, সফল বাঙালী উদ্যোগপতি টুটু বোসকে (স্বপনসাধন) সপরিবার নোটিস দিয়ে ডাকল নির্বাচন কমিশন।
উল্লেখ্য, খেলোয়াড়দের এসআইআরের নামে হেনস্তার প্রতিবাদে সোমবার প্রতিবাদে শামিল হয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রের প্রায় ১৫০ জন ক্রীড়াবিদ। দিনকয়েক আগেই এই ইস্যুতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনকে তোপ দেগেছেন। বিশিষ্টদের শুনানির নোটিস পাঠানোকে কমিশনের অমানবিক, অসংবেদনশীল পদক্ষেপ হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেকথা স্পষ্ট করে জানিয়েই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন তিনি। তারপরেও তলব করা হল স্বপনসাধন বোসের মতো বিখ্যাত ব্যক্তিত্বকে।
