দুর্গাপুজোয় থিম নতুন কিছু নয়। সরস্বতী পুজোতেও ক্রমশ বাড়ছে থিমের রমরমা। আর তাতেই লাগল SIR ছোঁয়া। খাস কলকাতার বালিগঞ্জ সায়েন্স কলেজের থিমে ফুটে উঠল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত হেনস্তার ছবি। আর তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা।
এই কলেজে বাগদেবী শ্বেতবর্ণা। ডাকের সাজে সজ্জিতা তিনি।
বালিগঞ্জ সায়েন্স কলেজের সরস্বতী বন্দনা
দেবী দাঁড়িয়ে রয়েছেন গোলপোস্টের মাঝে। একদিকে সবুজ এবং আরেকদিকে গেরুয়া রঙের জার্সি। সবুজ রঙের জার্সির বুকে লেখা ২৫০+। গেরুয়া রঙের জার্সির গায়ে একটি জিজ্ঞাসাচিহ্ন।
সরস্বতীর পাশে সবুজ ও গেরুয়া রঙের জার্সি
দেবীর আশেপাশে লেখা এসআইআর। পাশে ঝোলানো মোটা দড়ি। এসআইআর হেনস্তায় সাধারণ মানুষের দমবন্ধকর পরিস্থিতি ফুটিয়ে তুলতে এই দৃশ্যায়ন।
বালিগঞ্জ সায়েন্স কলেজের থিমভাবনা এসআইআর
নিচে বালিতে ডুবে যাচ্ছে একাধিক হাত। আর সেই হাতগুলি ধরে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। বলে রাখা ভালো, বহু ভোটার এসআইআর শুনানিতে নাগরিকত্বের প্রমাণ হিসাবে অ্যাডমিট কার্ড বিএলও-র কাছে জমা দিয়েছেন। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন নোটিস জারি করে জানিয়েছে, মাধ্য়মিকের অ্যাডমিট কার্ড এসআইআরের প্রামাণ্য নথি হিসাবে গ্রাহ্য নয়। স্বাভাবিকভাবে এই নির্দেশিকার পর জনমানসে তীব্র আতঙ্ক দানা বাঁধে। সেই আতঙ্ককেই থিমভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে।
মাধ্যমিকের অ্য়াডমিট কার্ড নিয়ে হেনস্তাও ফুটে উঠেছে থিমে
কলেজে বাজছে উন্নয়নের পাঁচালির গান। লাগানো হয়েছে ব্যানারও।
কলেজে লাগানো হয়েছে উন্নয়নের পাঁচালি ব্যানার
আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে, 'যতই করো হামলা, এবার জিতবে বাংলা' ব্যানার। যা নিয়ে নানামহলে চলছে জোর আলোচনা।
'যতই করো হামলা, আবার জিতবে বাংলা' ব্যানারও লাগানো হয়েছে কলেজে
এই থিমভাবনা নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। এবিভিপি এই ইস্যুতে তীব্র খোঁচা দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদকে। যদিও টিএমসিপি'র দাবি, "মানুষ চাইছে তাই থিমে এসআইআর।" শুধু কলকাতা নয়, সিউড়ির ১-এর পল্লির মোড়ে পুজোর বিষয় ছিল এসআইআর। যা দেখতে ভিড় জমান অনেকেই।
