সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী দেবশ্রী রায়ের (Debasree Roy) বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। এবার তাঁকে আইনি নোটিস পাঠালেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee)। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
বিষয়টা ঠিক কী? কেন এই আইনি নোটিস? শোভন চট্টোপাধ্যায়ের দাবি, সম্প্রতি দেবশ্রী রায়ের একটি প্রোফাইল থেকে কিছু ছবি পোস্ট করা হয়েছে। যা বহু পুরনো। সেই ছবিতে দেবশ্রীর সঙ্গে একই ফ্রেমে ছিলেন শোভনও। ছবি ক্যাপশনে শোভনের মেয়র পদের উল্লেখও ছিল। এখানেই আপত্তি শোভন চট্টোপাধ্যায়ের। তিনি সংবাদমাধ্যমে দাবি করেন, যে ছবি গুলি পোস্ট করা হচ্ছে, তা বহু পুরনো। যার সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনও মিল নেই। তা সত্ত্বেও ষড়যন্ত্র করেই সেই ছবি এখন ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে যুক্ত টলিপাড়াও! বিশ্বভারতীতে দাঁড়িয়ে কী প্রতিক্রিয়া অনুপম খেরের?]
এদিনই উঠে আসে পুরনো প্রসঙ্গও। এর আগেও আইনি লড়াইয়ে জড়িয়েছিলেন শোভন ও দেবশ্রী। সেই সময় প্রাক্তন মেয়রের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন অভিনেত্রী। জল গড়িয়েছিল অনেকদূর। দেবশ্রীর পাশে দাঁড়িয়েছিলেন শোভন পত্নী রত্না। জানিয়েছিলেন, দেবশ্রী রায় তাঁদের বহু পুরনো পারিবারিক বন্ধু। এদিকে শোভনের পাশে দাঁড়িয়েছিলেন বৈশাখী। এবার ফের আইনি লড়াই শোভন-দেবশ্রী।