shono
Advertisement

Partha Chatterjee: ‘বিচার নেই, ৩০০ দিনের বেশি আটকে আছি’, হতাশ পার্থ

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়।
Posted: 01:26 PM May 22, 2023Updated: 01:59 PM May 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। একের পর এক শুনানিই সার। তা সত্ত্বেও জামিনের আবেদনে সায় দেননি আদালত। তার ফলে প্রায় ৩০০ দিনেরও বেশি জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সোমবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে পেশের সময় হতাশা প্রকাশ করলেন পার্থ।

Advertisement

কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত শনিবার জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সোমবার আলিপুর আদালত চত্বরে পার্থ চট্টোপাধ্যায়কে তা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তাঁদের প্রশ্নের জবাব দিতে চাননি পার্থ। পরিবর্তে তিনি বলেন, “৩০০ দিনের উপর বিনা বিচারে আটকে আছি। সেটা নিয়ে বলুন।” পালটা পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্ন, “আমি আর কী বলব আপনাদের?” এরপর আদালতের ভিতরে ঢুকে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

[আরও পড়ুন: নজরে আমজনতার ভোগান্তি! কর্ণাটকের গদিতে বসেই বড় সিদ্ধান্ত সিদ্দারামাইয়ার]

উল্লেখ্য, এর আগেও একাধিকবার মুখ খোলেন পার্থ। কখনও তৃণমূলের প্রতি আস্থা আবার কখনও দলীয় নেতৃ্ত্বের প্রশংসা করতে শোনা গিয়েছে তাঁকে। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির কথাও বলতে শোনা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। তবে সোমবারের বক্তব্যে জেলবন্দি পার্থ যে হতাশায় ভুগছেন, তা স্পষ্ট।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ২ হাজারের নোট বদলাতে লাগবে না পরিচয়পত্র, বিশেষ ফর্ম, ঘোষণা SBI-এর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement